রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লাগবে না মাটি, পানিতেই হবে গাছ!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

কমবেশি সকলেরই জানা মাটিতে গাছ হয়। কিন্তু বিজ্ঞানের কল্যাণে মাটি ছাড়াই শুধু পানিতে গাছ বড় করা সম্ভব। এভাবে ছোট-বড় বাগান করাও সম্ভব হচ্ছে আজকাল। এই আধুনিক পদ্ধতির নাম হাইড্রোপনিক গার্ডেনিং। সাম্প্রতিক কয়েক বছর ধরে এই পদ্ধতিতে বৃক্ষরোপণের প্রবণতা বেশ জনপ্রিয়তা পেয়েছে।

মাটি ছাড়াই হবে গাছ

আপনি কি জানতেন মাটি ছাড়া সার এবং পানি দিয়েই দিব্যি বাগান করা যায়? এই পদ্ধতিতে বৃক্ষরোপণ করলে মাটি জোগাড় করার স্ট্রেস থাকবে না। 

মাটিবিহীন বাগান বা হাইড্রোপনিক গার্ডেনিং কী?

হাইড্রোপনিক গার্ডেনিং হলো মাটি ছাড়া উদ্ভিদ চাষ। গাছের পুষ্টি সমৃদ্ধ পানির দ্রবণ ব্যবহার করে এই চাষ করা হয়। উদ্ভিদের শেকড় পানিতে মিশ্রিত দ্রবণ থেকে সরাসরি পুষ্টি শোষণ করে গাছের অন্যান্য অংশে তা সরবরাহ করে। এই কৌশলে সাবেকি মাটির চাষের তুলনায় গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং সেটি বিশুদ্ধ হয়। পাশাপাশি কৃষকদের বাণিজ্যিকভাবে লাভও বেশি হয়।

আরো পড়ুন : লাল শাকের রঙ লাল হয় কেন?

লাকি বাম্বু

ঘর সাজানোর জন্য অনেকেই বাড়িতে লাকি বাম্বু রাখেন। নিশ্চয়ই খেয়াল করেছেন যে, লাকি বাম্বু লাগাতে মাটির দরকার পড়ে না। ছোট একটি পাত্রে সামান্য পানি দিয়ে গাছটি বসিয়ে দিলেই হলো। মাঝে মাঝে শুধু পানি বদলাতে হয়। হাইড্রোপনিক বাগানের জন্য এটি সবচেয়ে জনপ্রিয় গাছ।

মানিপ্ল্যান্ট

মাটি ছাড়া খুব ভালোভাবে মানিপ্ল্যান্টও লাগানো যায়। ইন্ডোর প্ল্যান্ট এবং শো পিস হিসেবে মানিপ্ল্যান্টের জবাব নেই। এর রক্ষণাবেক্ষণেরও বিশেষ ঝামেলা থাকে না। মাঝে মাঝে পাত্রের পানি বদলে দিলেই হলো। ঘরে, বাইরে, অফিস, দোকান যে কোনও স্থানেই এই গাছ রোপন যায়। 

পিস লিলি

হাইড্রোপনিক সিস্টেমে ভালো থাকে পিস লিলি। গাছের ফুলগুলো খুব সুন্দর প্রস্ফুটিত হয়। শুধু মাটিই নয়, কম আলোতেও এই গাছ খুব ভালো থাকে। ইন্ডোর প্ল্যান্ট হিসেবে এটি বেশ জনপ্রিয়।

স্পাইডার প্ল্যান্ট

বাতাসকে বিশুদ্ধ করার জন্য স্পাইডার প্ল্যান্ট দুর্দান্ত। হাইড্রোপনিক পদ্ধতিতে এই গাছটিও খুব ভালো হয়। দেখা গিয়েছে, হাইড্রোপনিক পদ্ধতিতে এই গাছ সরাসরি পুষ্টি সরবরাহের কারণে মাটিতে জন্মানো গাছগুলোর চেয়ে দ্রুত হারে বৃদ্ধি পায়। 

হাইড্রোপনিক পদ্ধতিতে কম পানিতেই গাছ রোপন করা যায়

হাইড্রোপনিক সিস্টেমে সাবেকি মাটির বাগানের তুলনায় পানি অনেক কম লাগে। যেসব জায়গায় পানির অভাব রয়েছে সেখানকার জন্য এই পদ্ধতি আদর্শ। তাই আপনিও এবার থেকে মাটি ছাড়াই বাগান করুন। 

এইভাবে রাখুন গাছ

হাইড্রোপনিক সিস্টেমে উল্লম্বভাবে বা কমপ্যাক্ট স্পেসগুলোতে সেট আপ করা যেতে পারে। তাতে একসঙ্গে অনেকগুলো গাছ লাগানো যায়। দেখতেও ভালো লাগে। 

এস/কেবি  

গাছ বাগান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন