মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তাপমাত্রা কমে শীত বাড়ার আভাস!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীতে এক দিনের ব্যবধানে আজ দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা কমে গেছে। এছাড়া তাপমাত্রা কমেছে উত্তরের জনপদসহ দেশের অন্যত্রও।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকালও এমন অবস্থা থাকতে পারে। তবে এরপর থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। এ মাসে অবশ্য নতুন করে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম বলেই জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবারও এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের মধ্যে দেড় ডিগ্রি তাপমাত্রা কমে গেছে।

আরো পড়ুন : কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুর, তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস

দেশের অন্য যেসব এলাকায় শীত বেশি পড়ে, সেখানেও আজ তাপমাত্রা কমে গেছে গতকালের তুলনায়। যেমন বেশি শীত পড়া এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা গণমাধ্যমকে বলেন, আজ তাপমাত্রা গতকালের চেয়ে কমেছে অনেক স্টেশনেই। আগামীকালও এ ধারা অব্যাহত থাকতে পারে। তবে বুধবার থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত জানুয়ারি মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একই পরিমাণ বেশি ছিল গত ডিসেম্বর মাসেও। এ বছর জানুয়ারি মাসে একটিও তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়নি। ২০১৬ সালের পর এমনটি হলো।

এস/কেবি


শীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন