রবিবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের জাতীয় সংগীত বাজলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর পরও বিতর্ক-বিসংবাদ পিছু ছাড়ছে না। দুবাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচে পাকিস্তানের লোগো ‘মুছে ফেলা’ নিয়ে কম জল ঘোলা হচ্ছে না। কীভাবে এমন হলো সেটি সুরাহা হওয়ার আগেই শনিবার (২২শে ফেব্রুয়ারি) পাকিস্তানের লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ শুরু হলো বিব্রতকর এক পরিস্থিতি দিয়ে। ভুলে ভারতের জাতীয় সংগীত বাজিয়েই বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন গাদ্দাফি স্টেডিয়ামের সংশ্লিষ্টরা।

ইংল্যান্ডের খেলোয়াড়েরা যখন জাতীয় সংগীত গাইতে লাইন ধরেন, তখনই এই ঘটনা ঘটে। লাউড স্পিকারে হঠাৎ করে ভারতের জাতীয় সংগীত ‘জন গণ মন অধিনায়ক’ বেজে ওঠে। ভুল বুজতে অবশ্য বেশি দেরি হয়নি। ভারতের জাতীয় সংগীত বন্ধ করে ইংল্যান্ডের সংগীত বাজানো হয়। তবে ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে গেছে ঝড়। অব্যবস্থাপনার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা হচ্ছে।

বিব্রতকর সেই পরিস্থিতি অবশ্য ইংল্যান্ডের খেলোয়াড়দের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নামা দলটি দারুণ শুরু করেছে। এই প্রতিবেদন লেখার সময় ৩০ ওভারে ২ উইকেটে ২০০ রান তুলেছে দলটি। বেন ডাকেট ৯২ রানে ও জো রুট ৬৮ রানে অপরাজিত ছিলেন।

৪৩ রানের মধ্যে ওপেনার ফিল সল্ট (১০) ও তিনে নামা জেমি স্মিথকে (১৫) হারানোর পর ১৫৭ রানের জুটি গড়েছেন রুট-ডাকেট। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া আছে গ্রুপ ‘বি’তে। এই গ্রুপের অন্য দুটি দল আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

হা.শা./কেবি


চ্যাম্পিয়নস ট্রফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন