শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে *** চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

উবারের ট্রাভিস কালানিক, রেড সির পাগানোর ইসলাম গ্রহণ, পেলেন সৌদির নাগরিকত্ব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

#

ট্রাভিস কালানিক ও জন পাগানো। ছবি: সংগৃহীত

সৌদি আরব তাদের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা ও উবারের সহ-প্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিক এবং রেড সি গ্লোবাল-এর প্রধান নির্বাহী জন পাগানোকে নাগরিকত্ব প্রদান করেছে। খবর আরব নিউজের।

দেশটির অর্থনীতিকে বহুমুখী করা ও বৈশ্বিক প্রতিভা আকৃষ্ট করতেই ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রযুক্তি কোম্পানি ও স্টার্টআপ প্রতিষ্ঠা এবং পর্যটন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যই কালানিক ও পাগানোকে নাগরিকত্ব প্রদান করা হয়েছে। সম্প্রতি তারা দুজনই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

দেশটির জারি করা এক রাজকীয় আদেশে বলা হয়েছে, বিরল ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অনন্য দক্ষতাসম্পন্ন বিজ্ঞানী, উদ্ভাবক ও উদ্যোক্তাদের নাগরিকত্ব দেওয়া হবে। যারা সম্প্রতি সৌদি নাগরিকত্ব লাভ করেছেন তারা এখন সেই বিশিষ্ট বিজ্ঞানী, উদ্ভাবক, বিরল দক্ষ বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের দলে যুক্ত হলেন।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকারের এই সিদ্ধান্তের পেছনের কারণ, এই দুই ব্যক্তি সৌদি অর্থনীতিতে বিশেষ অবদান রাখবেন। বিশ্বখ্যাত উদ্যোক্তা ট্রাভিস কালানিকের ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে স্টার্টআপ গঠন ও সম্প্রসারণে। তিনি উবারের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। ২০১৭ সালে উবারের বাজারমূল্য ১৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

বর্তমানে তিনি ক্লাউডকিচেনস-এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্বজুড়ে যার কার্যক্রম ৪০০-রও বেশি স্থানে পরিচালিত হচ্ছে।

মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠানটি কিচেনপার্ক নামে কার্যক্রম পরিচালনা করে। এর শাখা রয়েছে সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে। কালানিক সম্প্রতি কোম্পানির আঞ্চলিক সম্প্রসারণে গতি আনতে প্রায় ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ আকর্ষণের একটি বড় চুক্তিও সম্পন্ন করেছেন।

অন্যদিকে, জন পাগানো চার দশকেরও বেশি সময় ধরে বৃহৎ রিয়েল এস্টেট ও পর্যটন উন্নয়ন প্রকল্পে যুক্ত আছেন। ২০১৮ সাল থেকে তিনি রেড সি গ্লোবাল-এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে তিনি রেড সি ও আমালা এই দুই বিলাসবহুল পর্যটন প্রকল্পের তত্ত্বাবধান করছেন, যেগুলো ২০২২ সালে একীভূত হয়

এর আগে ২০০৬ সালে তিনি বাহামাসের বাহা মার রিসোর্ট-এর প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি ৩.৬ বিলিয়ন ডলারের বিলাসবহুল উন্নয়ন প্রকল্প পরিচালনা করেন।

সৌদি আরবের উদীয়মান আন্তর্জাতিক পর্যটন বাজার গঠনে তার অবদানের স্বীকৃতি হিসেবে ফোর্বস মিডল ইস্ট সম্প্রতি জন পাগানোকে ২০২৪ সালের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম লিডারস তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

জে.এস/

সৌদির নাগরিকত্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250