শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

একসময় হোটেলে বাসন ধুতেন, এখন তিনি ‘কোটিপতি’ অভিনেতা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চকচকে পর্দার আড়ালে অভিনেতাদের জীবনে লুকিয়ে থাকে কঠিন সংগ্রামের গল্প। খ্যাতি, সাফল্য আর অর্থ—সব কিছুর আগে তাদের পেরোতে হয় চরম অনিশ্চয়তা ও লড়াইয়ের সময়। এমনই এক অনুপ্রেরণামূলক গল্পের নায়ক বলিউড অভিনেতা সঞ্জয় মিশ্র। আজ যাকে দর্শক চেনেন শক্তিশালী অভিনেতা হিসেবে, একসময় অভিনয় থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিতে হয়েছিল তাকে। ক্যারিয়ারের ভয়াবহ সংকটে মুম্বাই ছেড়ে ঋষিকেশে চলে যান সঞ্জয়। সেখানে জীবন চালাতে রাস্তার ধারে অমলেট বানিয়েছেন, আবার কখনো হোটেলে থালা-বাসন ধুয়ে রোজগার করেছেন। জানা যায়, তখন ৫০টি কাপ ধোয়ার জন্য পেতেন মাত্র ১৫০ রুপি।

এই কঠিন সময়েই তার জীবনে নেমে আসে আরেকটি বড় আঘাত—বাবার মৃত্যু। ব্যক্তিগত ও পেশাগত জীবনের এমন গভীর অন্ধকারে প্রায় হার মানতে বসেছিলেন অভিনেতা। কিন্তু ভাগ্য তখনও শেষ কথা বলেনি। ঠিক সেই সময় পরিচালক রোহিত শেঠির কাছ থেকে ডাক আসে ‘অল দ্য বেস্ট’ ছবির জন্য। ছবিতে ভূমিকা ছিল ছোট, কিন্তু সেটিই আবার ফিরিয়ে আনে অভিনয়ের প্রতি তার বিশ্বাস। এরপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ান সঞ্জয় মিশ্র।

পরবর্তী সময়ে তিনি অভিনয় করেছেন ২০০-রও বেশি ছবিতে এবং থিয়েটারেও রেখেছেন সক্রিয় উপস্থিতি। ‘আঁখো দেখি’, ‘মাসান’, ‘কামিয়াব’, ‘ভাধ’, ‘কাদভি হাওয়া’—এই ছবিগুলিতে তাঁর অভিনয় সমালোচক ও দর্শকদের কাছ থেকে সমান প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি ‘ভুল ভুলাইয়া ২’, ‘সন অফ সর্দার’, ‘ভুল চুক মাফ’ এবং ‘হীর এক্সপ্রেস’-এর মতো বাণিজ্যিক ছবিতেও তিনি রেখে গেছেন স্মরণীয় ছাপ।

সংগ্রাম পেরিয়ে আজ সঞ্জয় মিশ্র শুধুই একজন সফল অভিনেতা নন, তিনি একজন কোটিপতি শিল্পী। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৪৯ কোটি রুপি।

সম্প্রতি তিনি মুম্বাইয়ের মাধ দ্বীপে ৪.৯৫ কোটি রুপিতে একটি সমুদ্রমুখী বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। এই ফ্ল্যাটের জন্য তিনি প্রায় ২৮.৫ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার রুপি রেজিস্ট্রেশন ফি দিয়েছেন। এখন তার প্রতিবেশীদের তালিকায় রয়েছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান ও আয়ুষ্মান খুরানা।

বাসন ধোয়ার ট্যাপ থেকে বিলাসবহুল সমুদ্রদৃশ্যের বারান্দা—সঞ্জয় মিশ্রর জীবন প্রমাণ করে, প্রতিভা আর ধৈর্যের কাছে হার মানে না কোনো সংকটই।

জে.এস/

বলিউড অভিনেতা সঞ্জয় মিশ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250