শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গাড়িতে বসে মদ পান, ঢাকায় এক নারী আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীতে গাড়িতে বসে মদ পান ও বহনের অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তাকে বহনকারী প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

উত্তরা আর্মি ক্যাম্প, ট্রাফিক পুলিশ ও ক্ষিলখেত থানা পুলিশের যৌথ অভিযানে শনিবার (২রা নভেম্বর) দিবাগত রাতে খিলক্ষেত এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে পুলিশ গণমাধ্যমকে জানায়, আটক নারীর গাড়িতে চালক ছাড়াও আরও দুইজন ছিলেন। তবে তারা কৌশলে ঘটনাস্থল থেকে সরে পড়েন। পরে গাড়িতে অভিযান চালিয়ে ২ ক্যান বিদেশি বিয়ার, একটি কাচের বোতলে ২০০ গ্রাম বিদেশি মদ, মদ পানের স্বচ্ছ গ্লাস ও মাদকবহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়।

এ ছাড়া যৌথ অভিযানে ৯২টি মামলায় মোট ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ৬টি গাড়ি। চালক ও গাড়ির লাইসেন্স, গাড়ির ফিটনেস এবং মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় বেশিরভাগ মামলা করা হয়।

ওআ/ আই.কে.জে/


আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন