ছবি: সংগৃহীত
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ৬০ বছর পেরিয়েও এখনও আগের মতো রোম্যান্টিক। রুপালি পর্দায় রোমান্টিক হিরো হিসেবে করতালি কুড়িয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে আমির খান ‘রোমান্টিক’ মানুষ। এমনটাই দাবি তার নিজের।
সম্প্রতি জুনায়েদ খান এবং খুশি কাপুর অভিনীত 'লাভিয়াপা' ছবির ট্রেলার প্রকাশ হয়েছে। সেই প্রদর্শনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান। সেখানে প্রেম প্রসঙ্গে টেনে আনলেন নিজের দুই স্ত্রীর কথাও।
একদিকে যেমন আমিরের ছেলে জুনায়েদ একটি ভালোবাসার গল্পের মাধ্যমে নিজেকে ডেবিউ করলেন, তেমন বছরের পর বছর রোম্যান্টিক সিনেমায় অভিনয় করার পর প্রেম নিয়ে খোলামেলা কথা বললেন আমির খান।
আরও পড়ুন: চিত্রনায়িকা নিপুণকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ, লন্ডনযাত্রা বাতিল
আমির খান বলেন, ‘আমি অনেক রোম্যান্টিক মানুষ। হয়ত এই কথাটি আপনার বোকা বোকা লাগবে। কিন্তু সত্যি আমি কতটা রোম্যান্টিক তা আপনি আমার দুই স্ত্রীর থেকে জেনে নিতে পারেন। শুধু ব্যক্তিগত জীবনে নয়, আমি রোম্যান্টিক সিনেমা দেখতে ভীষণ পছন্দ করি।’
আমির খান বলেন, ‘আপনি যত বয়স্ক হবেন তত আপনি জীবনকে, আপনার চারপাশের মানুষকে বুঝতে শিখবেন। আপনি কী কী ভুল করেছেন, আপনার মধ্যে কী ভুল ত্রুটি রয়েছে, সব কিছুই বুঝতে শিখবেন। আপনি বুঝতে পারবেন আপনার জীবনসঙ্গী সেই হতে পারবে যার সঙ্গে আপনি আপনার সারা জীবন নির্দ্বিধায় কাটিয়ে দিতে পারবেন।’
এসি/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন