মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

যুব এশিয়া কাপ : বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের একাদশ আসরের ফাইনালে আজ রোববার মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। দুবাই প্রস্তুত এক মহারণের। যেখানে ভারতকে বলা যায় এই টুর্নামেন্টের ‘সম্রাট’, আর বাংলাদেশকে নতুন ‘রাজা’।  

অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে ভারতের আধিপত্য দীর্ঘদিনের। টুর্নামেন্টের ইতিহাসে ১০ আসরের মধ্যে ৮ বারই শিরোপা জিতেছে তারা। 

অন্যদিকে, গত আসরে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবারের টুর্নামেন্টেও দলটি অপরাজিত থেকে ফাইনালে উঠেছে, ঠিক যেমনটা হয়েছিল গতবার।  

ভারতীয় দলের শক্তির কেন্দ্রে রয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যান বৈভব রাজবংশী এবং অলরাউন্ডার আয়ুশ মাত্রে। বৈভব ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বের আলোচনায় রয়েছেন ১৩ বছর বয়সে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে দল পেয়ে।

এবারের টুর্নামেন্টে ৪ ম্যাচে করেছেন ১৬৭ রান। সেমিফাইনালে তার ৩৬ বলে ৬৭ রানের ইনিংস ছিল চোখধাঁধানো। 

অন্যদিকে, মাত্রে ৪ ম্যাচে ১৭৫ রান ও ৫ উইকেট নিয়ে হয়েছেন অলরাউন্ড পারফর্মার। ভারতের বোলিং বিভাগে হুমকি হয়ে উঠতে পারেন চেতন শর্মা, যিনি ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। 

বাংলাদেশ দলেও রয়েছে প্রতিভাবান ক্রিকেটারদের ছড়াছড়ি। পেস বোলিং বিভাগে আল ফাহাদ ও ইকবাল হোসেন দারুণ ছন্দে আছেন, দুজনেরই টুর্নামেন্টে ১০টি করে উইকেট। বাঁহাতি পেসার মারুফ মৃধা তার সেমিফাইনাল স্পেল দিয়ে নজর কেড়েছেন, পাকিস্তানের টপ স্কোরার শাহজাইব খানকে শূন্য রানে ফিরিয়ে।  

ব্যাটিং লাইনআপে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক আজিজুল হাকিম। একটি সেঞ্চুরি ও দুটি ফিফটির সুবাদে তিনি টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (২২৪)। ওপেনার কালাম সিদ্দিকীও আছেন দারুণ ছন্দে, করেছেন ১৬১ রান।  

আই.কে.জে/       

বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন