ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার বিষয়ে যুক্তরাষ্ট্র ‘সব বিকল্প রাখবে’ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার (৪ঠা জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যমগুলোর সঙ্গে আলাপকালে রুবিও এ কথা জানান। খবর বিবিসির।
মার্কো রুবিওকে প্রশ্ন করা হয়, ভেনেজুয়েলা যদি অভিবাসন ও মাদক পাচার নিয়ে মার্কিন উদ্বেগ মেটাতে ব্যর্থ হয়, তখন কী হবে। জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিকোলা মাদুরোকে আটক হওয়ার আগে যেসব বিকল্প রেখেছিল, তা সবই বজায় রাখবে।
এর অর্থ হলো, যুক্তরাষ্ট্রের আদালতের আদেশ অনুযায়ী ভেনেজুয়েলার দিকে যাওয়া নিষিদ্ধ ট্যাংকারগুলো জব্দ করা হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি তাদের (ভেনেজুয়েলা) ভবিষ্যতের জন্য কতটা বিধ্বংসী তা আমি অতিরিক্তভাবে বলতে পারি না।’ তিনি জোর দিয়ে বলেন, বিকল্পটি হলো ভেনেজুয়েলার তেলশিল্প শুধু কিছু ব্যক্তিকে নয়, প্রকৃতপক্ষে সাধারণ মানুষকে উপকৃত করবে।
এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে যা চায়, তা না পেলে আবার হামলা চালানো হবে।
এদিকে ভেনেজুয়েলায় আবার হামলা চালানো হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে যা চায়, তা না পেলে আবার হামলা চালানো হবে।
আল জাজিরার খবরে বলা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেছেন, ভেনেজুয়েলার পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। হেগসেথ সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী এখনো অঞ্চলে রয়েছে এবং তারা যা চায় তা না পেলে ভেনেজুয়েলায় আরও একবার হামলা চালানো হতে পারে।
মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজে। মূলত ডেলসি রদ্রিগেজের ওপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। তবে ডেলসি বলেছেন, তিনি এখনো মনে করেন মাদুরো ভেনেজুয়েলার বৈধ নেতা এবং যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবেন না।
খবরটি শেয়ার করুন