শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪২৪ *** প্রার্থিতা ফিরে পেতে আপিলের সপ্তম শুনানি আজ *** খলিল, তৈয়্যব ও আখতার বিমানের নতুন পরিচালক হওয়ায় নানা প্রশ্ন *** আসন সমঝোতায় এনসিপি কত পেল, ইসলামী আন্দোলনের কী হলো *** যমুনায় তারেক রহমানের পৌনে ২ ঘণ্টা *** ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি *** রাজধানীতে শনিবার গণমাধ্যম সম্মিলন *** বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ *** নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ক্রিকেটারদের, বিসিবির ‘না’ *** যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

ভেনেজুয়েলার বিষয়ে ‘সব বিকল্প রাখবে’ যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিষয়ে যুক্তরাষ্ট্র ‘সব বিকল্প রাখবে’ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার (৪ঠা জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যমগুলোর সঙ্গে আলাপকালে রুবিও এ কথা জানান। খবর বিবিসির।

মার্কো রুবিওকে প্রশ্ন করা হয়, ভেনেজুয়েলা যদি অভিবাসন ও মাদক পাচার নিয়ে মার্কিন উদ্বেগ মেটাতে ব্যর্থ হয়, তখন কী হবে। জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিকোলা মাদুরোকে আটক হওয়ার আগে যেসব বিকল্প রেখেছিল, তা সবই বজায় রাখবে।

এর অর্থ হলো, যুক্তরাষ্ট্রের আদালতের আদেশ অনুযায়ী ভেনেজুয়েলার দিকে যাওয়া নিষিদ্ধ ট্যাংকারগুলো জব্দ করা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি তাদের (ভেনেজুয়েলা) ভবিষ্যতের জন্য কতটা বিধ্বংসী তা আমি অতিরিক্তভাবে বলতে পারি না।’ তিনি জোর দিয়ে বলেন, বিকল্পটি হলো ভেনেজুয়েলার তেলশিল্প শুধু কিছু ব্যক্তিকে নয়, প্রকৃতপক্ষে সাধারণ মানুষকে উপকৃত করবে।

এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে যা চায়, তা না পেলে আবার হামলা চালানো হবে।

এদিকে ভেনেজুয়েলায় আবার হামলা চালানো হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে যা চায়, তা না পেলে আবার হামলা চালানো হবে।

আল জাজিরার খবরে বলা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেছেন, ভেনেজুয়েলার পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। হেগসেথ সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী এখনো অঞ্চলে রয়েছে এবং তারা যা চায় তা না পেলে ভেনেজুয়েলায় আরও একবার হামলা চালানো হতে পারে।

মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজে। মূলত ডেলসি রদ্রিগেজের ওপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। তবে ডেলসি বলেছেন, তিনি এখনো মনে করেন মাদুরো ভেনেজুয়েলার বৈধ নেতা এবং যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবেন না।

মার্কো রুবিও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250