বৃহঃস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাইকের মাইলেজ বাড়াতে ছোট্ট একটি যন্ত্র বদলে নিন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

মাঝে মাঝেই দেখা যায় শখের মোটরসাইকেল ভালো মাইলেজ দিচ্ছে না! এদিকে পেট্রোলের দাম আকাশ ছোঁয়া। চিন্তায় কপালের ভাঁজও দীর্ঘ হচ্ছে আপনার। তবে বাইকের ছোট্ট একটা যন্ত্র বদলে নিলেই কিন্তু আপনার বাইকের মাইলেজ বাড়তে পারে।

এয়ার ফিল্টার বাইকের মাইলেজ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এয়ার ফিল্টার নোংরা বা পুরোনো হলে বেশিরভাগ ক্ষেত্রে কমে যায় মাইলেজ। বেড়ে যায় তেলের খরচও।

সাধারণত, বাইক ৩ হাজার থেকে ৫ হাজার কিলোমিটার চলার পরই এর এয়ার ফিল্টার পরিবর্তন করা উচিত। খরচ প্রায় ১০০ টাকা। অর্থাৎ খুবই কম।

আরো পড়ুন : অ্যাপ ডাউনলোড করার আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে

নোংরা এয়ার ফিল্টার ইঞ্জিনে ধুলো এবং ময়লা প্রবেশ করা বন্ধ করে না। এটি ইঞ্জিনের অংশগুলোতে ঘর্ষণ বাড়ায়। এজন্য ঘন ঘন এয়ার ফিল্টার পরিবর্তন করলে ইঞ্জিনের আয়ু বাড়বে। নতুন এয়ার ফিল্টার যা ক্লিনার, ইঞ্জিনে আরও তাজা বাতাস সরবরাহ করে। এটি ইঞ্জিনের জ্বালানি দক্ষতা উন্নত করে এবং মাইলেজ বাড়ায়।

সূত্র: নিউজ১৮

এস/ আই.কে.জে/


বাইকের মাইলেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন