রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অফিসে এই ৬টি বিষয়ে সচেতন হলে আপনার মন খারাপ হবে না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কর্মজীবীদের দিনের বেশির ভাগ সময় কাটাতে হয় অফিসে। আর অফিসে মন খারাপ করে থাকলে শুধু যে নিজের কাজের ক্ষতি তা নয়; অন্যদেরও তা প্রভাবিত করে। অফিসে যেহেতু সহকর্মীদের সঙ্গে অনেকটা সময় কাটাতে হয়, তাই যত বেশি হাসি-খুশি থাকা যায়, তত ভালো। এতে কাজের মান বাড়ে। সবচেয়ে বড় কথা হলো, অফিসের যেকোনো সিদ্ধান্তই সামলাতে হবে পেশাদারির সঙ্গে। জেনে নিন অফিসে কোন ৬টি বিষয়ে সচেতন হলে আপনার মন খারাপ হবে না-

১. যদি মনে হয় কোনো কাজ বুঝতে পারছেন না বা করতে পারবেন না, সেটা শুরুতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিন। যদি মনের মধ্যে চেপে রাখেন, সে ক্ষেত্রে পরে নিজেকেই বিপদে পড়তে হবে বা অহেতুক চাপ নিতে হবে।

২. অনর্থক কোনো কিছুতে নিজেকে জড়াবেন না। যদি মনে হয়, আপনার প্রয়োজন এখানে তেমন একটা নেই, সে রকম বুঝলে দূরে থাকাই ভালো। এটা অকারণ সমস্যার জন্ম দেবে না।

আরো পড়ুন : সুস্থ থাকতে বৃষ্টির দিনে যেসব সতর্কতা অবলম্বন করবেন

৩. কাজ করতে করতে কিছুটা সময় পরে একটু বিরতি নিয়ে সহকর্মীদের সঙ্গে চা খেতে পারেন। এতে মন প্রফুল্ল থাকবে।

৪. সম্ভব হলে নিজের ডেস্কে একটা পারিবারিক ছবি বা মন ভালো করে দেওয়ার মতো কোনো স্মারক রাখতে পারেন।

৫. কাজের ক্ষেত্রে একান্তই খুব বেশি সমস্যা তৈরি হলে কোনো একজন বিশ্বস্ত সহকর্মী বা মানবসম্পদ বিভাগের কারও সঙ্গে আলোচনা করতে পারেন।

৬. যা–ই হোক না কেন, মনে রাখতে হবে, অফিসে আচরণ করতে হবে পেশাদারির সঙ্গে। সেখানে আবেগের কোনো জায়গা নেই। তাই মন খারাপ মুছে ফেলে অফিসে থাকতে হবে হাসি-খুশি।

সূত্র: এমএসএন

এস/ আই.কে.জে/

অফিস মন খারাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন