শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খেজুরের রস খেতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে এসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেওয়ায় ১৫ যুবককে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

বুধবার (২৫শে ডিসেম্বর) ভোরে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রামে এ ঘটনাটি ঘটে।

আটক যুবকরা নেত্রকোণার কেন্দুয়া উপজেলা থেকে পাঁচটি মোটরসাইকেলে করে পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে এসেছিল। খেজুরের রস খাওয়ার পর তারা স্লোগান দিতে থাকলে স্থানীয়রা বিষয়টি ‘অপ্রীতিকর’ মনে করে তাদের আটক করে।

আটকদের মধ্যে রয়েছে আরমান মিয়া (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত (১৮), ইকবাল হোসনে শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), মোজাহিদ ইসলাম জিহাদ (১৯), আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আরফিন শুভ (১৯), অমিত (১৮), আবু সুফিয়ান শাওন (১৯), আশিকুর রহমান (১৯), জয় বর্মন (১৮), এবং একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর।

আরও পড়ুন: চাঁদপুরে জাহাজে সাত খুনের ঘটনায় গ্রেফতার ১

পাকুন্দিয়া থানার ওসি শাখাওয়াৎ হোসেন বলেন, শীতকাল আসলে বিভিন্ন এলাকা থেকে মানুষ খেজুরের রস খেতে পাকুন্দিয়ায় আসে। বুধবার ভোরে ওই যুবকরা রস খাওয়ার পর ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’, ‘বঙ্গবন্ধুর বাংলায় ইউনূস সরকারের ঠাঁই নাই’, এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দিতে থাকে। এতে স্থানীয়রা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়ে তাদের ঘেরাও করে।

ওসি আরও জানান, পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত হয়ে ওঠার আশঙ্কায় পুলিশ তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এসি/ আই.কে.জে/       

খেজুর রস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন