বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’

‘ডন ৩’র পরিচালনায় থাকছেন না অ্যাটলি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

রণবীর সিং ‘ডন ৩’ থেকে সরে যাওয়ার পর থেকেই জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ ও অভিনয় শিল্পীদের নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শাহরুখ খান আবার ‘ডন’ চরিত্রে ফিরতে পারেন, তবে শর্ত একটাই-ছবিটি পরিচালনা করবেন ‘জওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলি। তবে সিনেমাসংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রগুলো একচেটিয়াভাবে এই গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। 

ছবিটির সঙ্গে যুক্ত একটি সূত্র স্পষ্টভাবে জানায়, ‘অ্যাটলিকে ডন ৩-এ আনার গুঞ্জন পুরোপুরি ভিত্তিহীন। এই ছবির জন্য তার সঙ্গে কখনোই যোগাযোগ করা হয়নি এবং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’ 

এর আগে ২০২৩ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাটলি শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ বলেছিলেন। তিনি বলেন, ‘আমি খান স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি-ধৈর্য, নিখুঁতভাবে কাজ করা এবং সিনেমাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া। শাহরুখ স্যার আমাকে উন্নতির পথ দেখিয়েছেন। আমার পরবর্তী ছবিতে আরও ভালো ধারণা থাকবে এবং আমরা ‘জওয়ান’র চেয়েও বড় কিছু তৈরি করব।’ 

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ বলিউডের সর্বকালের অন্যতম সর্বোচ্চ আয়কারী ছবি। মুক্তির মাত্র ১৮ দিনের মধ্যেই সিনেমাটি বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছিল। শাহরুখ খান ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন নয়নতারা ও বিজয় সেতুপতি। আর ক্যামিও চরিত্রে অভিনয় করেন সঞ্জয় দত্ত ও দীপিকা পাড়ুকোন। জওয়ান ২০২৩ সালের ৭ই সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল। 

এদিকে, ২০২৩ সালের আগস্টে ফারহান আখতার একটি বিশেষ ভিডিও প্রকাশ করে জানিয়েছিলেন, ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে রণবীর সিং মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। প্রকাশিত ফার্স্ট লুকে দেখা যায়, ক্যামেরার দিকে পিঠ দিয়ে বসে থাকা রণবীর সিগারেট জ্বালিয়ে নিজেকে ‘ডন’ হিসেবে পরিচয় দিয়ে ঘুরে ক্যামেরার দিকে তাকান। 

এর আগে এই আইকনিক চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। তবে রণবীর সিংয়ের সরে যাওয়ার গুঞ্জনের পর ‘ডন ৩’র চূড়ান্ত কাস্টিং নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে জোর গুঞ্জন আছে, তৃতীয় কিস্তিতেও শাহরুখ খানকে দেখা যেতে পারে। 

জে.এস/

শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250