বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হোগলাপাতার নান্দনিক সাজে পরিবেশবান্ধব পূজামণ্ডপ, মুগ্ধ দর্শনার্থীরা *** গ্রেটা থুনবার্গসহ গাজামুখী নৌবহরের বেশ কয়েকজনকে আটক করেছে ইসরায়েল *** গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় প্রয়োজন সুষ্ঠু নির্বাচন: আবদুল আউয়াল মিন্টু *** ইসরায়েলি যুদ্ধজাহাজ কাছাকাছি এলাকায়, গাজামুখী নৌবহরে হস্তক্ষেপের শঙ্কা *** বিমানবন্দরে জনদুর্ভোগ সৃষ্টি, এম এ মালিককে সতর্ক করল বিএনপি *** অভিনেতা ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে *** ভারতে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অসুর রূপে উপস্থাপন নিন্দনীয় ও অসম্মানজনক: ধর্ম উপদেষ্টা *** স্বস্তি ফিরছে খাগড়াছড়িতে, যান চলাচল শুরু *** পুলিশের হাতে কামড় দিয়ে পালানো আসামি অবশেষে... *** ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু

ভাবির স্বর্ণালংকার চুরি, অতঃপর দেবর...

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় ভাবির বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ১০ ভরি ৪ আনা স্বর্ণালংকার ও গলিত স্বর্ণের পাত এবং ৬ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আসামির নাম মিজানুর রহমান (৩২)। তিনি প্রবাসীর স্ত্রী সাইফা হায়াতের দেবর। বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ১১ই সেপ্টেম্বর বিকেলে বাদী সাইফা হায়াত জরুরি কাজে ঢাকায় যান। তিন দিন পর বাসায় ফিরে তিনি আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান এবং সেখান থেকে প্রায় সাড়ে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ও ১ হাজার ৬০০ দিরহাম (প্রায় ৪৯ হাজার টাকা) চুরি হয়েছে বলে জানান।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দেবর মিজানুর রহমান ডুপ্লিকেট চাবি ব্যবহার করে বাসায় প্রবেশ ও বের হচ্ছেন। অভিযোগ পাওয়ার পর পাঁচলাইশ মডেল থানা পুলিশ মামলাটির তদন্ত শুরু করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২২শে সেপ্টেম্বর রাত দেড়টার দিকে নগরীর রহমান নগর বি-ব্লক এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে দুইদিনের জন্য জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগদ টাকা ও চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, আসামি চোরাই স্বর্ণ বিভিন্ন জুয়েলার্স দোকানে বিক্রি করে। চান্দগাঁওয়ের চট্টল সুন্দরী জুয়েলার্স থেকে ৪ ভরি গলিত স্বর্ণের পাত, কোতোয়ালীর ইকোনমিক জুয়েলারি থেকে আরও ৪ ভরি গলিত স্বর্ণের পাত উদ্ধার করা হয়। এছাড়া আসামির শ্বশুরবাড়ি থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং অন্যত্র অভিযান চালিয়ে নগদ আরও ১ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, এ ঘটনায় আদালতের আদেশে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জে.এস/

চট্টগ্রাম গ্রেপ্তার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250