ছবি: সংগৃহীত
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কিছুসংখ্যক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করছে। প্রতিষ্ঠানটি ৬ পদে মোট ২২ জন নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম ও পদসংখ্যা
১. সহকারী পরিচালক;
পদ: ৭টি;
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা;
২. কম্পিউটার অপারেটর;
পদ: ২টি;
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা;
৩. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর;
পদ: ১টি;
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা;
৪. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;
পদ: ৭টি;
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা;
৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদ: ৩টি;
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা;
৬. গাড়ি চালক (ড্রাইভার);
পদ: ২টি;
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা;
আবেদনের বয়স
*আবেদনকারীর বয়স ১/০৫/২০২৫ সালে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ৫ নম্বর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়;
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এ ওয়েবসাইটের (http://tcb.teletalk.com.bd) মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগামী ২রা জুন ২০২৫, বিকেল ৫টা;
সূত্র: প্রথমআলো
আরএইচ/
খবরটি শেয়ার করুন