শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

বেলারুশ উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৫

#

‘দাঁড়কাক’ সিনেমায় একটি দৃশ্যে জয়ন্ত চট্টোপাধ্যায়। ছবি সংগৃহীত

বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’ এবার পা রাখছে ইউরোপের মর্যাদাপূর্ণ আসর বেলারুশের মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পরিচালক জায়েদ সিদ্দিকীর এই সিনেমাটি নির্বাচিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে। ৩১তম মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘লিস্টাপ্যাড’ শুরু হবে আগামী ৩১শে অক্টোবর, চলবে ৭ই নভেম্বর পর্যন্ত।

৪১টি দেশের ১৫৭টি চলচ্চিত্রের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘দাঁড়কাক’। ছবিটি প্রদর্শিত হবে ২রা নভেম্বর স্থানীয় সময় দুপুর ৩টায়, মিনস্কের ঐতিহ্যবাহী মস্কো সিনেমা হলে।

খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের একটি ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘দাঁড়কাক’-এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই। চলচ্চিত্রটির গল্পে উঠে এসেছে বয়সের ভারে ন্যুব্জ এক মানুষের অস্তিত্ব সংকটের বেদনাময় কাহিনি।

পরিচালক বলেন, ‘এই সিনেমায় আমরা দেখি পরিবারের অন্যদের ওপর নির্ভরশীল এক বৃদ্ধ, তোরাব শেখকে। পরিবারের চোখে তিনি যেন অপ্রয়োজনীয়। মেয়ের বিয়ে তাকে না জানিয়ে দিয়ে তারা যেন তার মর্যাদা কেড়ে নেয়। অপমানের এই ভার সইতে না পেরে তোরাব শেখ একদিন চুপিচুপি বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন। তার না থাকাতে পরিবার বুঝতে পারে–তোরাব শেখই ছিল তাদের জীবনের আসল কেন্দ্রবিন্দু।’ 

তোরাব শেখের চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে রয়েছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা, এবিএম সাইদুল হক এবং নতুন মুখ জেরিন আক্তার শিমুল ও আখলাকুজ্জামান খান। চলচ্চিত্রটির শুটিং হয়েছে ঢাকার খিলগাঁও ও শান্তিনগর এলাকায়। 

‘দাঁড়কাক’ এরই মধ্যে বাংলাদেশসহ ১১টি দেশের ১৮টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। চলচ্চিত্রটি জিতেছে ষষ্ঠ হিল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার, ভারতের দশম শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চতুর্থ শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ জুরি পুরস্কার।

এছাড়া প্রশংসিত হয়েছে অস্ট্রেলিয়ার পনেরোতম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন, কানাডার তেরোতম সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব টরোন্টো, আমেরিকার ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্রান্সের তুলুজ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, রাশিয়ার কাজান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, জার্মানির ইন্দো-জার্মান ফিল্ম উইক এবং কানাডার মন্ট্রিয়ল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে।

জে.এস/

চলচ্চিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250