শনিবার, ১১ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

টোনার নিয়ে এই ভুল ধারণাগুলো কি আপনারও আছে?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ৩রা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ত্বকের ভালোর জন্য কম-বেশি সবাই টোনার ব্যবহার করেন। টোনার একদিকে যেমন আপনার হারানো ঔজ্জ্বল্য ফিরিয়ে দেয়। অন্যদিকে ত্বককে করে তোলে আরও স্বাস্থ্যোজ্জ্বল। কিন্তু এই টোনার সম্পর্কে অনেকের বেশকিছু ভুল ধারণাও রয়েছে। আপনিও কি এই ভুল ধারণায় বিশ্বাস করবেন? 

অনেকে মনে করেন টোনার ব্যবহারে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। এই ধারণা একেবারেই ঠিক নয়। কারণ, সব টোনারের উপাদান একই নয়। এক একটি টোনার আলাদা আলাদা কাজ করে। তাই আপনি কোন টোনারটি কিনছেন তার উপর নির্ভর করে তৈলাক্ত কিংবা শুষ্কতা।

কেউ কেউ মনে করেন, ক্নিনজারের বিকল্প হিসাবে টোনার ব্যবহার করা যায়। এই ধারণা যদি আপনারও থেকে থাকে, তবে এখনই পাল্টে নিন। কারণ টোনার ত্বকে থাকা ব্যাকটেরিয়া, বাড়তি তেল, মৃত কোষকে পরিষ্কার করতে কাজে লাগে। তবে তা ভালো ভাবে পরিষ্কার করেই লাগাতে হবে। ফলে এটি আপনি ক্লিনজারের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন না।

আরো পড়ুন : কটনবাড দিয়ে কান পরিষ্কার করছেন? সতর্ক হোন আজই

অনেকে ধারণা রয়েছে, স্ক্রাবারের পরিবর্তে টোনার ব্যবহারে ত্বকের মৃত কোষের বিড়ম্বনার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই ধারণাও সম্পূর্ণ ভুল। হয়তো ত্বকের সামান্য ঔজ্জ্বল্য ফেরাতে পারে টোনার। তবে তা কখনই পুরো মাত্রায় ত্বককে মৃত কোষমুক্ত করতে পারে না।

এটা ঠিক যে, টোনার ত্বকের ব্রণ বা কালো দাগ তুলতে পারে না। তবে আপনার ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে টোনার। ফলে ব্রণর সমস্যা থেকে কিছুটা মুক্তি মিলতে পারে।

অনেকে মনে করেন, সেনসিটিভ ত্বকে টোনার ব্যবহার করা একদম ঠিক নয়। এই ভাবনাও সঠিক নয়। কারণ বাজারে  ত্বকের ধরণ অনুসারে বিভিন্ন রকমের টোনার রয়েছে। যা সব ধরনের ত্বকের জন্যই রয়েছে।

এস/ আইকেজে

টোনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250