ছবি : সংগৃহীত
৭৪তম কান চলচ্চিত্র উৎসবে প্রিয়তির হাতে উঠেছিল টপ মডেলের অ্যাওয়ার্ড। ইনটিগ্রিটি ম্যাগাজিন আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিশ্বের নানা প্রান্তের মডেলরা। তাদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে সেরার অ্যাওয়ার্ড উঠে আসে প্রিয়তির হাতে। এবার ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে অন্তঃসত্ত্বা অবস্থায় নিজেকে ধরা দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মডেল, মিস আয়ারল্যান্ড খ্যাত মাকসুদা আখতার প্রিয়তি। সবাইকে সুখবর দিয়ে জানিয়েছেন, তৃতীয় সন্তানের মা হলেন সাবেক এই বিশ্বসুন্দরী।
ফেসবুকে তিনি এই সুখবরটি ভক্তদের জানিয়েছেন। কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন লাভিশা লাম। সামাজিক মাধ্যমে সদ্যজাতের কিছু ছবি শেয়ার করেছেন প্রিয়তি।
আরো পড়ুন : নায়িকা হওয়ার প্রস্তাব ফেরালেন দীপ্তি চৌধুরী
ছবিতে দেখা যায়, প্রিয়তির ছেলে আলিফ আবরাজ ও কন্যা মৌনীরা মীমের হাতে তাদের নতুন বোন। সেখানে মিস আয়ারল্যান্ড খ্যাত এই মডেল লেখেন, ‘পরিচিত হয়ে নেয়া যাক আমাদের পরিবারের নতুন সদস্য, আলিফ আবরাজ ও মৌনীরা মীমের ছোট্ট বোন লাভিশা লামের সাথে।’
প্রিয়তি সংবাদমাধ্যমকে বলেন, গত শনিবার (২৪শে আগস্ট) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের একটি হাসপাতালে তার সন্তানের জন্ম হয়। বর্তমানে মা-মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন।
প্রিয়তির স্বামীর নাম বিবেক। আয়ারল্যান্ডে পড়াশোনা করতে গিয়ে দুজনের পরিচয়। সেখানে থেকেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান ছিল। এখন নতুন অতিথি এসে তাদের ঘর আরও আলোকিত হলো।
২০১৪ সালে মিস আয়ারল্যান্ড নির্বাচিত হয়ে চমকে দেন মাকসুদা আখতার প্রিয়তি। এরপর আন্তর্জাতিক বহু প্রতিযোগিতায় তিনি হয়েছেন চ্যাম্পিয়ন। তিনি একই সঙ্গে মডেল, অভিনেত্রী ও পাইলট।
এস/কেবি