শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান

পরিচালকের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নীরবে হেনস্তার শিকার অভিনেত্রীরা একের পর এক মুখ খুলছেন। এবার মুখ খুললেন যৌন হেনস্তার শিকার শিল্পা শিন্ডে নামের এক অভিনেত্রী। 

সম্প্রতি ভারতীয় সংবদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শিল্পা শিন্ডে জানান, একটি কাজের অডিশন দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয় তার।

শিল্পা বলেন, “১৯৯৮-৯৯ সালে আমার ক্যারিয়ারের গোড়ার দিকের কথা। পরিচালক আমাকে একটা পোশাক পরতে বলেছিলেন। সেই পোশাক আমি পরিনি। বলা হয়, একটি দৃশ্যে অভিনয় করে দেখাতে হবে। যা হলো, পরিচালক আমার কর্মকর্তা। তার সামনে আমাকে যৌন আবেদন ফুটিয়ে তুলতে হবে। সহজ সরলভাবে ওই দৃশ্যে অভিনয় করেও দেখাই।” 

আরও পড়ুন: উরফির কাছে কী জানতে চাইলো ১৫ বছরের কিশোর?

অডিশনে ওই পরিচালক শারীরিক হেনস্থা করেন বলে অভিযোগ করেন শিল্পা। তিনি বলেন, “সেই পরিচালক আমার শরীরের ওপর  উঠে আসতে চান। আমি ভয় পেয়ে যাই। সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই এবং সেখান থেকে পালিয়ে যাই। আমার সঙ্গে কী ঘটেছে তা নিরাপত্তারক্ষীরাও বুঝতে পারেন। ওরা ভেবেছিলেন আমি হয়তো বিষয়টি নিয়ে সমস্যা তৈরি করব। তাই পালিয়ে যাওয়ার পরামর্শ দেন।”

তবে পরিচালকের নাম প্রকাশ করেননি শিল্পা। তার ভাষ্য, 'তিনিও এই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির লোক। আমি দৃশ্যটি করতে রাজি হয়েছিলাম কারণ উনিও একজন অভিনেতা ছিলেন। আমি মিথ্যা বলছি না, তবে তার নাম নিতেও পারছি না। তার ছেলেমেয়েরা সম্ভবত আমার থেকে কিছুটা ছোট এবং যদি আমি তার নাম প্রকাশ্যে আনি তাহলে ওনার ছেলেমেয়েরাও কষ্ট পাবে।”

এসি/ আই.কে.জে/

অভিনেত্রী পরিচালক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন