ছবি: সংগৃহীত
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বিভিন্ন সময় খবরের শিরোনামে উঠে আসেন ।
কখনও সুপারহিট ‘পুষ্পা’ ছবির আইটেম গানের জন্য, আবার কখনও শারীরিক অসুস্থতা বা নাগা চৈতন্যের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চার কারণে। এছাড়া বলিউডেও সামান্থার কদর কম নয়।
আরো পড়ুন: বাতাসে উড়ে গেল হৃতিকের প্রাক্তনের মিনি স্কার্ট !
এদিকে রোববার ২৮শে এপ্রিল ছিল সামান্থার জন্মদিন। দেশ-বিদেশের অনুরাগী থেকে দুই সিনে ইন্ডাস্ট্রির সহকর্মীরাই তাকে মুড়ে দিয়েছেন শুভেচ্ছায়।
প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর বিপরীতেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন সামান্থা। সিনেমার নাম ইয়ে মায়া ছেসাভে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সামান্থাকে। একের পর এক তামিল-তেলুগু ছবিতে অভিনয় করেছেন তিনি।
এসি/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন