শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শপথ নিলেন নতুন সাত প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টনের প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার নতুন সাত জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। শুক্রবার (পহেলা মার্চ) বঙ্গভবনে সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন ঠাঁই পাওয়া সাত জনের মধ্যে চার জনই নারী। যারা সবাই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

আরো পড়ুন: ‘বিদ্যুতের দাম বৃদ্ধির চাপ সাধারণ গ্রাহকদের ওপর পড়বে না’

নতুন মন্ত্রিসভায় যারা শপথ নিলেন তারা হলেন- ঢাকার সংরক্ষিত নারী সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, জয়পুরহাটের রোকেয়া সুলতানা, টাঙ্গাইলের শামসুন নাহার চাপা, চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান এবং রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহিদুজ্জামান সরকার।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মন্ত্রিপরিষদের সদস্য এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। 

কে কোন দায়িত্ব পেলেন? 

নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকারকে পরিকল্পনা মন্ত্রণালয়, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, চট্টগ্রাম-১৪ আসনের এমপি নজরুল ইসলাম চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।


অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বেগম রোকেয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহারকে শিক্ষা মন্ত্রণালয়, সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও পরিকল্পনা অর্থ বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খানকে অর্থ মন্ত্রণালয় এবং সংরক্ষিত নারী আসনের এমপি ও শহীদ কর্নেল নাজমুল হুদার মেয়ে বেগম নাহিদ ইজাহার খানকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

এইচআ/ আই.কে.জে/ 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথগ্রহণ সাত প্রতিমন্ত্রী

খবরটি শেয়ার করুন