শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

বৈশ্বিক মন্দা সামলে হিরো, এবার ট্রাম্পকে সামলাবেন কার্নি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ১১ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

কানাডার পরবর্তী নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। এর আগে তিনি দীর্ঘদিন ধরে আর্থিক খাতে কাজ করে বিভিন্ন বৈশ্বিক সংকট ও পরিবর্তনের সময়ে দেশটির সরকারকে সহায়তা করেছেন। এবার তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। খবর আল জাজিরার।

সোমবার (১০ই মার্চ) এক প্রতিবেদনে সিএনএন বলেছে, রাজনৈতিক দুনিয়ায় নতুন হলেও কার্নির অর্থনৈতিক সংকট সামলানোর অভিজ্ঞতা তাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। তিনি এমন এক সময়ে দায়িত্ব নিচ্ছেন, যখন কানাডাকে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার সম্মুখীন হতে হচ্ছে।

রোববার (৯ই মার্চ) ট্রুডোর দল লিবারেল পার্টির নেতৃত্বের জন্য নির্বাচিত হন কার্নি। মজার বিষয় হলো, বিপুল ব্যবধানে জয়ী হওয়া এই ব্যক্তিত্ব এর আগে কখনোই কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তবে বহু বছর ধরেই তার রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। 

লিবারেল পার্টি এক দশকেরও বেশি সময় ধরে তাকে দলে টানার চেষ্টা করছিল। অবশেষে ট্রুডোর সরকারকে করোনা মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করার পর এবং গত জানুয়ারিতে ট্রুডোর পদত্যাগ ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন কার্নি।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য নীতির ফলে কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এটি কানাডার অর্থনীতির জন্য এখন বড় একটি চ্যালেঞ্জ। কার্নি এই শুল্কের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন এবং পাল্টা শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন।

অর্থনীতিতে কার্নির গভীর দক্ষতা এবং সংকট মোকাবিলার অভিজ্ঞতা কানাডার আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এইচ.এস/

প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন