ছবি: সংগৃহীত
কানাডার পরবর্তী নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। এর আগে তিনি দীর্ঘদিন ধরে আর্থিক খাতে কাজ করে বিভিন্ন বৈশ্বিক সংকট ও পরিবর্তনের সময়ে দেশটির সরকারকে সহায়তা করেছেন। এবার তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। খবর আল জাজিরার।
সোমবার (১০ই মার্চ) এক প্রতিবেদনে সিএনএন বলেছে, রাজনৈতিক দুনিয়ায় নতুন হলেও কার্নির অর্থনৈতিক সংকট সামলানোর অভিজ্ঞতা তাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। তিনি এমন এক সময়ে দায়িত্ব নিচ্ছেন, যখন কানাডাকে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার সম্মুখীন হতে হচ্ছে।
রোববার (৯ই মার্চ) ট্রুডোর দল লিবারেল পার্টির নেতৃত্বের জন্য নির্বাচিত হন কার্নি। মজার বিষয় হলো, বিপুল ব্যবধানে জয়ী হওয়া এই ব্যক্তিত্ব এর আগে কখনোই কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তবে বহু বছর ধরেই তার রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল।
লিবারেল পার্টি এক দশকেরও বেশি সময় ধরে তাকে দলে টানার চেষ্টা করছিল। অবশেষে ট্রুডোর সরকারকে করোনা মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করার পর এবং গত জানুয়ারিতে ট্রুডোর পদত্যাগ ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন কার্নি।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য নীতির ফলে কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এটি কানাডার অর্থনীতির জন্য এখন বড় একটি চ্যালেঞ্জ। কার্নি এই শুল্কের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন এবং পাল্টা শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন।
অর্থনীতিতে কার্নির গভীর দক্ষতা এবং সংকট মোকাবিলার অভিজ্ঞতা কানাডার আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন