রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে কম দামে মিলবে খেজুর-ছোলাসহ ৫পণ্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আসন্ন রমজান মাসে ঢাকায় সাশ্রয়ী মূল্যে ৫টি এবং ঢাকার বাইরে ৪টি পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এজন্য সার্বিক প্রস্তুতিও নিয়েছে সংস্থাটি। রমজানে পণ্য সরবরাহে কোনও ঘাটতি হবে না বলে জানিয়েছেন টিসিবির মুখাপাত্র হুমায়ূন কবির।

শনিবার (৯ই নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

টিসিবির মুখপাত্র বলেন, ট্রাকের মাধ্যমে সারাবছর ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি বিতরণ করা হয়। এর বাইরে রমজানে ঢাকায় ছোলা ও খেজুর দেয়া হবে। আর ঢাকার বাইরে ৩ পণ্যের সাথে বাড়তি ছোলা বিতরণ করা হবে।

এসব পণ্য সংগ্রহে টেন্ডার ও দরপত্র চূড়ান্ত হয়েছে বলে জানানো হয়। স্বচ্ছতার জন্য জানুয়ারি থেকে ফ্যামিলি স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ করা হবে।

ওআ/কেবি

রমজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন