সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

ব্যাচেলর পয়েন্টের কাবিলা নন, তিনি নির্মাতা পলাশ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়েই মিডিয়ায় পথচলা শুরু করেছিলেন জিয়াউল হক পলাশ। সেই স্বপ্ন পূরণও হয়েছে। তবে দর্শক তাকে সবচেয়ে বেশি চিনেছেন অভিনেতা হিসেবে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘কাবিলা’ চরিত্রের মাধ্যমে। পৃথিবীর যেকোনো প্রান্তেই যান না কেন, পলাশ এখনো সেই কাবিলা চরিত্রের ভালোবাসায় ভাসেন।

অভিনয়ে ব্যস্ত সময় কাটালেও সুযোগ পেলেই আবারও নির্মাণে ফিরেন পলাশ। সম্প্রতি তিনি নির্মাণ করেছেন একটি নতুন টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল), যা সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা কুড়িয়েছে। পলাশ নিজেই বিজ্ঞাপনটি তার ফ্যানপেজে প্রকাশ করেছেন। সেখানে নেটিজেনরা প্রশংসা করছেন এই অভিনেতা-নির্মাতার।

নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে পলাশ বলেন, আমি যেটাই বানাই না কেন, সেখানে যেন গল্প বলার সুযোগ থাকে, সেটাই আমার চাওয়া। এই বিজ্ঞাপনেও সেটি আছে। আজিজ গ্রুপের সঙ্গে এর আগেও কাজ করেছি, অভিজ্ঞতা চমৎকার ছিল। এবার তারা চেয়েছিলেন আমি কাজটি করি, কারণ বিষয়টি সেনসিটিভ ছিল। নির্মাতা হিসেবে তারা আমার ওপর আস্থা রেখেছেন, তাই ব্যাক-টু-ব্যাক একাধিক প্রজেক্ট করার সুযোগ পেয়েছি।

পলাশের সর্বশেষ নির্মিত নাটক ছিল ‘সন্ধ্যা সাতটা’। এরপর দর্শকরা তাকে নির্মাতা হিসেবে পর্দায় দেখেননি। তিনি বলেন, একজন পরিচিত অভিনেতা যখন পরিচালনা করেন, তখন দর্শকের প্রত্যাশা বেড়ে যায়। তাই আমার পরবর্তী কাজ ‘সন্ধ্যা সাতটা’-এর চেয়ে ভালো হতে হবে- এই চিন্তা থেকেই সময় নিচ্ছি। গল্প, স্ক্রিপ্ট থেকে শুরু করে প্রতিটি দিক যেন নিখুঁত হয়, সেই চেষ্টা করছি। একইসঙ্গে অভিনয়ের ব্যস্ততাও সামলাতে হচ্ছে।

বর্তমানে পলাশ অভিনীত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ প্রচার হচ্ছে চ্যানেল আই, বঙ্গ ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে। নতুন সিজনটিও দর্শকের প্রশংসা পাচ্ছে।

জে.এস/

জিয়াউল হক পলাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250