বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

রাতের আকাশে বছরের শেষ সুপারমুন, আবার যেদিন দেখা যাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাতের আকাশে দেখা মিললো বছরের শেষ সুপারমুন। শুক্রবার (১৫ই নভেম্বর)  কায়রো এবং গিজার পিরামিডের আকাশে উজ্জ্বল এক পূর্ণ চাঁদের দৃশ্য উপভোগ করেছে দর্শনার্থীরা। ২০২৪ সালের শেষ সুপারমুন হিসেবে এটি দর্শনার্থীদের মধ্যে বেশ মুগ্ধতা ছড়ায়। গত আগস্ট মাস থেকে পরপর ৪টির সুপারমুনের মধ্যে এটি ছিলো সর্বশেষ।

নাসার অবসরপ্রাপ্ত প্রোগ্রাম নির্বাহী গর্ডন জনস্টন আন্তার্জাতিক গণমাধ্যমকে জানান, এই পূর্ণ চাঁদটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে ছিল, ফলে এটি পূর্ববর্তী পূর্ণ চাঁদের তুলনায় কিছুটা বড় এবং উজ্জ্বল দেখিয়েছে। 

পরবর্তী সুপারমুনটি ২০২৫ সালের আগে আর দেখা যাবে না। শুক্রবার কায়রো ও গিজার আকাশে এই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা বেশ মোহিত হন, বিশেষ করে গিজার পিরামিডের পটভূমিতে এই বিশাল চাঁদের দৃশ্য যেন এক নয়া ঐতিহাসিক মুহূর্তের জানান দিচ্ছিলো। 

পরবর্তী সুপারমুনটি ২০২৫ সালের আগে আর দেখা যাবে না। আমেরিকান মিটিওর সোসাইটি অনুসারে, ২রা ডিসেম্বর ঝরনা শেষ না হওয়া পর্যন্ত লিওনিডদের রাতের আকাশে জ্বলতে দেখা যাবে সুপারমুন।

ওআ/কেবি 




সুপারমুন সুপারমুন ২০২৪

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন