বুধবার, ১৪ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাহরানে প্রবাসীর বাসায় অনেক পোস্টাল ব্যালট, ব্যবস্থা চায় বিএনপি *** অভ্যুত্থানের পর দেশে আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী *** পাকিস্তানের ‘দরদ’ দেখানোর প্রয়োজন নেই, বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে হামিন *** চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন ৯ জুলাই যোদ্ধা *** যে ইস্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি *** ‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’ *** বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে *** শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই *** বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান *** ইরানের সরকার স্বীকার করল নিহত ২০০০—বেসরকারি সূত্রমতে ১২০০০

অবশেষে কমছে পেঁয়াজ, রসুন ও আদার দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমদানি বাড়ার কারণে অবশেষে কমছে পেঁয়াজ, রসুন ও আদার। চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে ভারতীয় পেঁয়াজের পাশাপাশি পাকিস্তানি ও চীনা পেঁয়াজ আসায় দাম কমছে।

গত দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮ টাকা পর্যন্ত। এছাড়া রসুন কেজিতে ২০ টাকা এবং আদার দাম কেজিতে কমেছে ৫০ টাকা পর্যন্ত।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন প্রত্যেক ব্যবসায়ীর দোকান ও গুদামে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রয়েছে। পাকিস্তানি ও চীনা পেঁয়াজ আসার কারণে ভারতীয় পেঁয়াজের ওপর চাপ কমেছে। তবে গুণগত মানের দিক থেকে ভারতীয় পেঁয়াজের তুলনায় এসব পেঁয়াজ অনেক পিছিয়ে। গতকাল চাক্তাই–খাতুনগঞ্জের পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ৫৭–৫৮ টাকায়। পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫–৪৬ টাকায়। চীনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬–৩৮ টাকায়। অন্যদিকে বর্তমানে বাজারে রসুন বিক্রি হচ্ছে ১৪৫ টাকা এবং আদা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল কাশেম বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে গেছে। এর প্রভাবে দামও নিম্নমুখী। বর্তমানে বাজারে যে পরিমাণ পেঁয়াজ রয়েছে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। কারণ বাজারে ক্রেতার সংকট রয়েছে।

চাক্তাই আফরা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. আলাউদ্দিন আলো বলেন, কাঁচা পণ্যের বাজারে দাম একটু বাড়লে সিন্ডিকেট কারসাজির অভিযোগ করা হয়। আসলে কাঁচা পণ্য চাইলে নির্দিষ্ট সময়ের বেশিদিন মজুদ রাখা যায় না। এতে পণ্যের গুণগত মান নষ্ট হয়ে যায়। পণ্যের সরবরাহ বাড়লে দাম কমে যায়। সরবরাহ কমলে দাম বেড়ে যায়। এখন যেমন বাজারে সরবরাহ বেড়ে গেছে, তাই দাম কমছে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, আমাদের দেশের ভোগ্যপণ্যের বাজার ব্যবসায়ীদের মর্জির ওপর নির্ভর করে। ভারত থেকে পেঁয়াজ আসবে–এই ঘোষণার সাথে সাথে দেশে পেঁয়াজ কমে যায়। আবার উল্টো দিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হবে–এমন খবরে বাজার বেড়ে যায়। বাজারে কিছুদিন দাম বাড়ে, আবার কিছুদিন দাম কমে। তাই প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে।

ওআ/

রসুন পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250