শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আলুর রস দিয়ে ট্যানকে বিদায় জানান!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আলুর রস ত্বকের জন্য উপকারী। এতে ভিটামিন এবং খনিজ রয়েছে। এ ছাড়াও, ভিটামিন সি এবং বি, পটাসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। যা ত্বকের রঙ উজ্জ্বল করতে সাহায্য করে।  কার্যকরভাবে ট্যান অপসারণ করে।

সমুদ্র সৈকতে গেলে, অনেকক্ষণ সূর্যের সংস্পর্শে থাকা হলে, চুলার কাছে থাকলে ত্বকে ট্যানিং এর দেখা দেয়। টেনিং ত্বকের জন্য খুব বড় একটি সমস্যা। এটি ত্বক থেকে সরতেও চায় না। ট্যানিং দূর করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তবে ঘরে থাকা একটি উপাদান আপনাকে কিছুটা হলেও ট্যানিং দূর করতে সাহায্য করতে পারে। আর তা হল আলু। আলুর রস, একটি সহজলভ্য উপাদান। ট্যান অপসারণের জন্য এটি বেশ দ্রুত কাজ করে।  

আলুর রস প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। ত্বকের ফোলাভাব কমায়।  রোদে পোড়া ত্বকের জন্য একটি দুর্দান্ত উপাদান।


কীভাবে আলুর রস ব্যবহার করবেন?

দুটি মাঝারি আকারের আলু পিষে নিন। এগুলো থেকে রস বের করুন। একটি তুলার বল দিয়ে ত্বকে প্রয়োগ করুন। ২০ মিনিটের জন্য রেখে দিন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করুন। আলুর রস ব্যবহারে আপনি খুব জলদি ফলাফল পাবেন। এর সাথে লেবুর রস বা মধুও যোগ করে নিতে পারেন। এই উপাদানগুলো ট্যান দূর করতে বেশ কার্যকর।

এস/ আই.কে.জে/

আলুর রস ট্যান

খবরটি শেয়ার করুন