মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি

ইরানের কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদনের সুযোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

পবিত্র কুরআন তিলাওয়াতের আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়। প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা। ছেলে ও মেয়ে উভয়ই প্রতিযোগিতায় অংশ নিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৬ই ডিসেম্বর।

সম্প্রতি বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ডিসেম্বর, ২০২৩ থেকে ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত তিন ধাপে এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিএনসিইউ’র ওয়েবসাইটে প্রকাশ করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগীরা যে বিষয়ে অংশ নিতে চান, অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য হতে হবে। নিজ দেশের অথবা আনুষ্ঠানিক কোনো প্রতিযোগিতায় বিজয়ী অথবা ভালো ফল করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

অষ্টমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ইরান। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তেহরানে অনুষ্ঠিত হবে এর চূড়ান্ত পর্ব। ইরানের আমন্ত্রণপত্র ও আবেদনের নিয়মকানুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

গত ১ ডিসেম্বর থেকে এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৮ থেকে ২১ ডিসেম্বর প্রাথমিকভাবে আবেদন যাচাই-বাছাই করা হবে। এরপর জানুয়ারিতে অনলাইনে প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচিত শিক্ষার্থীরা ফেব্রুয়ারিতে চূড়ান্ত পর্বে অংশ নেবেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তেহরানে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। 

আবেদনের নিয়ম ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

প্রসঙ্গত, মুসলিম বিশ্বে বাংলাদেশি হাফেজদের রয়েছে আলাদা কদর। আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজরা বরাবরই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাদের অনন্য অবদানে প্রায়ই বিশ্বমিডিয়ায় শিরোনাম হচ্ছে বাংলাদেশ।

ওআ/

কোরআন প্রতিযোগিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন