ছবি-সংগৃহীত
আর মাত্র তিন দিন বাকি ‘ডাঙ্কি’ আসতে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বলিউড সম্রাট শাহরুখ খান দেশ বিদেশে চরে বেড়াচ্ছেন ‘ডাঙ্কি’-এর প্রচারে। এই সিনেমার অগ্রিম বুকিং ওপেন রয়েছে তাই এখনই টিকিট সংগ্রহ করতে বললেন তিনি।
‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার সাফল্যের পর এবার ‘ডাঙ্কি’ সিনেমা দিয়ে দর্শকদের চমক দেয়ার দৌড়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন বলিউড মেগাস্টার কিং খান। বলিউড সম্রাট শাহরুখ খানের নতুন সিনেমাটি এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়ে গেছে।
আরো পড়ুন: জন্মদিনে দেশে ফিরলেন শাবনূর, আসছে নতুন সিনেমা
দুটি রাত পার হলেই পর্দা উন্মোচন হবে তাই ফেসবুকে বেশ সরব থাকতে দেখা যাচ্ছে শাহরুখ খানকে।
তিনি লিখেছেন, ‘আমার লক্ষ্য হল আগামী তিন দিনের মধ্যে আপনাদের কাছে পৌঁছানো। আর আপনাদের লক্ষ্য হল টিকিট সংগ্রহ। তো চলুন কাজে নেমে পড়ি।’
তিনি আরও বলেন, ‘তিন দিন পর আবার সিনেমা হলে দেখা যাচ্ছে। অগ্রিম বুকিং ওপেন রয়েছে, এখনই আপনার টিকিটটি বুক করুন!’
‘ডাঙ্কি’র মাধ্যমে প্রথমবার ভারতের নামকরা পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ। এ সিনেমার প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরির রেড চিলিজ এন্টারটেনমেন্ট। আগামী ২১শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত নতুন এ সিনেমাটি।
এসি/ আই. কে. জে/