শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

এমন মমতাময়ী প্রধানমন্ত্রী আমরা কোথায় পাব : ফেরদৌস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফেরদৌস আহমেদ। বর্তমানে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। বৃহস্পতিবার রাতে ভোটারদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দেন ফেরদৌস। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী একজন শিল্পী ও শিল্পবান্ধব মানুষ। সুখে-দুখে, কারণে-অকারণে—সব সময় আমাদের প্রত্যেক শিল্পীকে কাছে টেনে নেন।

কোনো শিল্পী বিপদে পড়লে তিনি দেখেন না কে কোন দলের, কে কোন রাজনৈতিক আদর্শের, কে কোন পথের। মানুষ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি তাঁর পাশে গিয়ে দাঁড়ান, কাছে আগলে রাখেন। এমন মমতাময়ী প্রধানমন্ত্রী আমরা কোথায় পাব?’ 

পাশাপাশি ঢাকা-১০ আসনের এই প্রতিযোগী আরও মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কথা রেখেছেন। ফেরদৌস বলেন, ‘গত নির্বাচনে তিনি (প্রধানমন্ত্রী) কথা দিয়েছিলেন, এই নির্বাচনে তিনি আমাদেরকে দেখবেন। কথা দিয়েছেন, কথা রেখেছেন। কেউ কথা রাখে না, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা দেন, সে কথা রাখেন। তাতে আস্থা থাকবে না, তাহলে আর কার ওপর আস্থা থাকবে? আমাদের প্রত্যেকের আস্থা শেখ হাসিনাতে।’

আরো পড়ুন: সিনেমায় বছর জুড়ে যারা আলোচনায় ছিলেন

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন ফেরদৌস আহমেদ। পরবর্তীতে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। ‘বুকের ভেতর আগুন’ ছবির জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান। ১৯৯৭ সালে ছবিটি পরিচালনা করেন ছটকু আহমেদ। এরপর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত ‘পৃথিবী আমারে চায় না’ ছবির মধ্য দিয়ে। আর ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমা দিয়ে জয় করে নেন এপার-ওপার দুই বাংলার দর্শকের মন। অভিনয় করেছেন বলিউড ছবিতেও। ফেরদৌস তাঁর ক্যারিয়ারে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

এসি/ আই.কে.জে/



ফেরদৌস মমতাময়ী প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250