শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এমবাপ্পের জোড়া গোলে শিরোপার খুব কাছে পিএসজি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ২২শে মে ২০২৩

#

গোলের পর এমবাপ্পের উচ্ছ্বাস- ছবি: টুইটার থেকে নেওয়া

৮ মিনিটের মধ্যে দুই গোল। দুটোই কিলিয়ান এমবাপ্পের। প্রথমটায় বল বাড়িয়েছেন ফ্যাবিয়ান, পরেরটায় লিওনেল মেসি। দুই গোলেই এমবাপ্পের ফিনিশিং ছিল দুর্দান্ত। ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

লিগ আঁ-র পয়েন্ট তালিকায় ১৬ নম্বরে থাকা অসের এর পরে এই ম্যাচে ঘুরে দাঁড়াবে, এমন আশা ছিল বাড়াবাড়ি। সেটা তারা করতে পারেওনি। তবে ৫১ মিনিটে অসেরের হয়ে ল্যাসাইন সিনায়োকো একটা গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর আশা কিছুটা হলেও জাগিয়েছিলেন। শেষ পর্যন্ত আর নাটকীয় কিছু হয়নি। পিএসজি ম্যাচ জিতেছে ২-১ গোলে।

এ জয়ে লিগ আঁ-তে ৩৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৮৪। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৭৮। বাকি দুই ম্যাচ যদি পিএসজি হেরেও যায় এবং ওদিকে লাঁস নিজেদের দুই ম্যাচেই জিতে, দুই দলেরই পয়েন্ট সমান হবে। লিগ আঁ-র নিয়মানুযায়ী শিরোপার লড়াইয়ে পয়েন্ট সমান হলে সবার আগে দেখা হয় গোল ব্যবধান। আপাতত পিএসজির গোল ব্যবধান +৫০, লাঁসের +৩৪। 

বাকি দুই ম্যাচে এই ব্যবধান ঘোচানো লাঁসের জন্য প্রায় অসম্ভবই বলা যায়। তাই কাগজে কলমে এখনো চ্যাম্পিয়ন না হলেও এই ম্যাচের পর মেসি-এমবাপ্পেরা এখন নিজেদের চ্যাম্পিয়ন ভাবতেই পারেন। পিএসজির জন্য এটা অবশ্য নতুন কোনো অভিজ্ঞতা নয়,  সর্বশেষ ১০ মৌসুমে ৮ বারই ফরাসি লিগের চ্যাম্পিয়ন তারা।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২২ মে ২০২৩)

৮ মিনিটের মধ্যে ২ গোলে এগিয়ে যাওয়া পিএসজি আজ বিরতির আগেই ৩-০ করে ফেলতে পারত। কিন্তু উগো একিতিকে একটা সহজ সুযোগ নষ্ট করেছেন। শেষ দিকে এমবাপ্পেও পেয়েছিলেন হ্যাটট্রিকের সুযোগ। তবে যোগ হওয়া সময়ে বল অসেরের জালে পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেটি। 

লিগে এই মৌসুমে ৩২ ম্যাচে ২৮ গোল হলো এমবাপ্পের। এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ফরাসি এই স্ট্রাইকারই। ৩৩ ম্যাচে ২৬ গোল নিয়ে দুই নম্বরে লিওঁর স্ট্রাইকার আলেকজান্দ্রে লাকাজেতে। লিগ আঁ-র গোল্ডেন বুটের লড়াইটা মূলত এ দুজনের মধ্যেই।

এম/


 

এমবাপ্পে শিরোপা পিএসজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন