শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপের আপত্তি শরিয়া শাসনে! *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন

কম্বোডিয়ায় বন্দুক ঠেকিয়ে চীনা আসামি ছিনতাই, আটক ৬

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

কম্বোডিয়ার সিম রিপ-এর প্রাদেশিক পুলিশ প্রধান তেং চাননাথ জানিয়েছেন, মাদক পাচারের অভিযুক্ত একজন চীনা অপরাধীকে ছিনতাই করতে কম্বোডিয়ার একটি প্রাইভেট ডেন্টাল ক্লিনিকে হামলা করে পাঁচজন অস্ত্রধারী। ২০০৯ সালে মাদক পাচারের অভিযোগে ৫২ বছরের সাজা হয়েছিল ৪৫ বছর বয়সী চেন সিন হান নামক ঐ চীনা ব্যক্তির।    

এ ঘটনায় শুক্রবার ছয় সন্দেহভাজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনের বরাতে এই তথ্য জানা যায়।      

প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের একটি চিঠি এবং ডেন্টাল সুবিধার ক্লোজ সার্কিট টিভি ফুটেজ অনুসারে, চারজন কারারক্ষী বৃহস্পতিবার সকালে বন্দীকে সিম রিপ সিটির একজন ডেন্টিস্টের কাছে নিয়ে যান। তাকে ২০০৯ সালের ১১ ফেব্রুয়ারী গ্রেপ্তার করা হয়। 

কারাগারের নথি অনুসারে, তার দাঁতের ব্যথা ছিল যা তার জন্য খাওয়া কঠিন করে তুলেছিল। 

ডেন্টাল অফিসের ভিডিওতে দেখা যায়, ক্লিনিকে থাকা চারজন কারারক্ষীর দিকে মুখ ঢেকে থাকা পাঁচজনকে বন্দুক তাক করে রাখতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটেজটি ব্যাপকভাবে শেয়ার করা হয়। 

স্থানীয় মানবাধিকার গোষ্ঠী অ্যাডহক-এর মুখপাত্র সোয়েং সেনকারুনা প্রশ্ন তোলেন, কেন বন্দিকে কারাগারের বাইরে চিকিত্সা করতে দেওয়া হয়েছিল? এবং বন্দুকধারীরা কীভাবে চিকিৎসার সময় সম্পর্কে জানত? 

ভয়েস অফ আমেরিকাকে তিনি বলেন, "কারাগারের কর্মকর্তারা জানতেন যে বন্দীকে ৫০ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাই তাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল।"  

তিনি আরোও বলেন, "সন্ত্রাস আছে কি না তা তদন্ত করে দেখা উচিত।"

ডেন্টাল ক্লিনিকের মালিক চুম চেন্দা জানান, ”সকাল ৮টার দিকে বন্দুকধারীরা তার দোকানে প্রবেশ করে। তারা পুলিশ কর্মকর্তাদের হাত বেঁধে বন্দীকে নিয়ে চলে যায়। কোন গুলি বা আহত হয়নি। তিনি বলেন, পুলিশের পেছনে বন্দুকধারীদের হাতে বন্দুক ছিল। তারা আমার থেকে প্রায় এক মিটার দূরে ছিল। আমি কিছু না জানার ভান করেছিলাম। যখন পুলিশের কাছে যাই তখন তারা সবাই চলে যান।” 

দেশটির সরকার-সংযুক্ত ফ্রেশনিউজ অনুসারে জানা যায়, বন্দুকধারীরা একটি লেক্সাস-৩৩০ এসইউভিতে করে ক্লিনিক ছেড়ে চলে যায়। পুলিশ সিম রিপের উপকণ্ঠে গাড়ি, বন্দুক এবং অন্যান্য সম্পর্কিত প্রমাণ খুঁজে পেয়েছে।   

ভয়েস অফ আমেরিকা বৃহস্পতিবার এবং শুক্রবার সিম রিপ শহরের পুলিশ প্রধান দা চামরোউনের সাথে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

কারাগারের সাধারণ বিভাগের মুখপাত্র নউথ সাভনা ছয়জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন। তবে আর কোনো মন্তব্য করেননি তিনি। 

পরে শুক্রবার ভয়েস অফ আমেরিকাকে তিনি বলেন, "আমার কাছে শুধু এই তথ্য আছে। কর্তৃপক্ষ এখন আরও তদন্ত করছে।" 

এসকে/ 









চীনা কম্বোডিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250