শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কৃত্রিম বুদ্ধিমত্তায় স্বাস্থ্য সেবা দিচ্ছে গুগল

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৯ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

দিনকে দিন সব কিছুর নিয়ন্ত্রণ নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এই জোয়ারে যোগ দিচ্ছে সব টেক জায়ান্টরা। কে কতটা বেশি এই প্রযুক্তিকে কাজে লাগাতে পারছে তার ওপর নির্ভর করছে সাফল্য। এরই জের ধরে এবার এআই ডাক্তার আনতে যাচ্ছে টেক জায়ান্ট গুগল।

মেড-পাম২ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাটি চিকিৎসাসংক্রান্ত প্রশ্নের উত্তর দেয়ার জন্য ডিজাইন করা হয়েছে।

রোগীদের ব্যক্তিগত তথ্য গোপন রেখে সেবা দেবে প্রতিষ্ঠানটি। রোগীদের তথ্য সুরক্ষায় কোন ধরনের ছাড় দেবেনা গুগল।

এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, মেড-পাম২-এর যাচাই করা রোগীদের তথ্যে একমাত্র তারই নিয়ন্ত্রণ থাকবে। এমনকি গুগলও সেসব তথ্যে প্রবেশাধিকার পাবে না।

আপাতত মেড-পাম২ রোগী থেকে তথ্য নিয়ে প্রাথমিক যাচাই-বাছাই ও রিপোর্ট দেখার কাজ করছে। গুগল তাদের নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা যাচাই করার জন্য বেছে নিয়েছে মায়ো ক্লিনিককে। এর অনেকগুলো শাখা থাকলেও ঠিক কোনটিতে ট্রায়াল চলছে তা জানায়নি কোম্পানিটি।


দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে আই/ও সম্মেলনেই বৃহৎ ভাষা মডেল ভিত্তিক চ্যাটবট পাম২ আনার ঘোষণা দিয়েছিল গুগল। মেড-পাম২ চ্যাটবট পাম২-এরই বিশেষ সংস্করণ।

আরো পড়ুন: বাদুড় দিয়ে মহামারীর রহস্য উদঘাটনের চেষ্টা

এর আগে চলতি বছরেই গুগল লেন্সে নতুন স্কিন কনডিশন রিকগনিশন ফিচার চালু করেছে গুগল। অ্যান্ড্রয়েড ও আইওসের স্মার্টফোনের জন্য বানানো ইমেজ রিকগনিশন অ্যাপে নতুন এই ফিচার মিলছে।

এর মাধ্যমে ত্বকের রোগ শনাক্তকরণের ক্ষেত্রে যে কেউ স্মার্টফোনের সহায়তা নিতে পারছেন। এতে করে ত্বকের যে কোন সমস্যা স্মার্টফোনের লেন্সের ওপর ধরলে কিংবা আগে তোলা ছবি গ্যালারি থেকেও সিলেক্ট করে স্কিন কনডিশন রিকগনিশন ফিচার দিয়ে ত্বকের সমস্যা শনাক্ত করা যাচ্ছে।

এম এইচ ডি/

টেক জায়ান্ট কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্য সেবা গুগল মেড-পাম২ চিকিৎসা সেবা প্রযুক্তি

খবরটি শেয়ার করুন