বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শিল্পকলায় গণজাগরণ সংগীত উৎসব শেষ হচ্ছে আজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

শিল্প-সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার অভিলক্ষ্যে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’- এই প্রতিপাদ্য নিয়ে গণজাগরণের শিল্প আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়ে কাজ করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

দেশের প্রায় পাঁচ শতাধিক শিল্পীর অংশগ্রহণে ২ ডিসেম্বর থেকে শিল্পকলায় শুরু হয়েছে ‘গণজাগরণের সংগীত উৎসব।’ আজ বুধবার (১৩ই ডিসেম্বর) এ উৎসবের পর্দা নামবে। শুরু থেকেই বিভিন্ন দল ও একক পর্যায়ে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জমে উঠেছে উৎসবটি।

মঙ্গলবার (১২ই ডিসেম্বর) অনুষ্ঠানের শুরুতেই ওয়ার্দা রিহাব এর নৃত্য পরিচালনায় পরিবেশিত হয় ‘ইতিহাস জানো তুমি আমরা’ সমবেত নৃত্য। এরপর একক সংগীত পরিবেশন করেন কানিজ খালেদা তিন্নি, আদিতা পাল। 

ধারবাহিকভাবে একক সংগীত পরিবেশন করেন একাডেমির তালিকাভুক্ত শিল্পীবৃন্দ। শিলা দেবী পরিবেশন করেন, ‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’; জেরিন তাবাসসুম হক পরিবেশন করেন, ‘বাপুই চ্যাংড়ারে’; সুম্মিতা দাস সংগীত পরিবেশন করেন ‘পাখি খাঁচা ভেঙে’। এস এম হাসান ইশতিয়াক ইমরান এর নৃত্য পরিচালনায় সমবেত নৃত্য পরিবেশিত হয় ‘মধুর ধ্বনি বাজে’।

আরো পড়ুন: জীবনে অনেক টাকা কামিয়েছি : ইন্ডিয়ান আইডলে জানালেন কুমার শানু

এরপর একক সংগীত পরিবেশন করেন সংগীতা দাস পূজা, নিগার নাঈম তমা, রাকেশ চৌধুরী জয়রাজ, নামিরা মুসকান শান্তনা, এবং শাপলা পাল। এরপর দলীয় নৃত্য পরিবেশন করেন নৃত্য পরিচালক ওয়ার্দা রিহাব।

একক সংগীত পরিবেশন করেন নবনীতা জাইদ চৌধুরী, মোছা: মানমা খাতুন এবং সোহেল মাহমুদ। আজ আনুষ্ঠানিক সমাপনী হতে যাচ্ছে এ উৎসবের।

এসি/ আই.কে.জে/


গণজাগরণ সংগীত উৎসব

খবরটি শেয়ার করুন