ছবি: সংগৃহীত
আসিফ খান গত কয়েক মাস ধরে ওয়ানডে ক্রিকেটে দারুণ খেলছেন। যে কারণে টি-টোয়েন্টিতে খেলার দরজা খুলে গেলো তার। নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের জন্য সংযুক্ত আরব আমিরাত ১৬ জনের দল ঘোষণা করেছে।
এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে প্রথমবার নেতৃত্ব দিতে যাচ্ছেন মোহাম্মদ ওয়াসিম। এই বছরের শুরুর দিকে সিপি রিজওয়ানের উত্তরসূরি হয়ে ওয়ানডে দলের দায়িত্ব নেন তিনি। এবার কুড়ি ওভারের ক্রিকেটেও অধিনায়কত্ব করবেন।
আমিরাত স্কোয়াড: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলি নাসির, আংশ ট্যান্ডন, আরিয়ানশ শর্মা, আসিফ খান, আয়ান আফজাল খান, বাসিল হামিদ, ইথান ডি’সুজা, মোহাম্মদ ফারাজউদ্দিন, যশ জ্ঞাণী, জুনায়েদ সিদ্দিকী, লাভপ্রীত সিং, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, সাঞ্চিত শর্মা, ভৃত্য অরবিন্দ, জহুর খান।
আর.এইচ
খবরটি শেয়ার করুন