শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে একাদশে নামতে পারে টাইগাররা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জয় পেলেও টানা তিন হারে ব্যাকফুটে আছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার বিশ্বকাপে দাপুটে ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় এই ম্যাচ শুরু হবে। 

পুনেতে ভারতের বিপক্ষে খেলতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বাঁ-পায়ের ঊরুর ইনজুরিতে পড়েছিলেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের ফেরা নিশ্চিত। ঊরুর পেশিতে ব্যথা না হলে ম্যাচ খেলবেন বলেও জানালেন বাংলাদেশে অধিনায়ক।

মুম্বাইয়ের গরম আর প্রতিপক্ষ আফ্রিকা দলের কথা চিন্তা করে একাদশে তিন জন পেসার থেকে একজন বাদ পড়তে পারেন। পেস বোলিংয়ের অন্যতম ভরসা তাসকিন আহমেদও দক্ষিণ আফ্রিকার ম্যাচ থেকে ছিটকে গেছেন। ভারত ম্যাচের একাদশ থেকে হাসান মাহমুদের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। পেসার হিসেবে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামকে। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদের সাথে স্পিনার হিসেবে থাকবেন সাকিবও।

এদিকে অসুস্থতা কাটিয়ে বাংলাদেশ ম্যাচে ফিরতে পারেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। এ নিয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এইডেন মার্করামের ভাষ্য, টেম্বা বেশ ভালোই উন্নতি করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কাল (আজ) নেওয়া হবে। তবে সে ভালো অবস্থায় আছে।

তবে বাভুমা না ফিরলে শেষ পর্যন্ত হ্যানড্রিকসকে সাকিব বাহিনীর বিপক্ষে দেখা যেতে পারে। বাভুমার ফেরা ছাড়া একাদশে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এখন পর্যন্ত বিশ্বকাপে চারবারের দেখায় বাংলাদেশ দুটিতে এবং দক্ষিণ আফ্রিকা দুটিতে জয় পেয়েছে। ২০১৯ সালের আগে ২০০৭ সালের আসরে প্রোটিয়াদের বিপক্ষে ৬৭ রানে জিতেছিল টাইগাররা। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজীদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা/রেজা হেনড্রিকস, রাশি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।

এসকে/ 


ক্রিকেট বাংলাদেশ সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য একাদশ

খবরটি শেয়ার করুন