রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘ সময়ের জন্য জলপাই সংরক্ষণের পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এখন চলছে জলপাইয়ের মৌসুম। এই একটা ফল নানা কাজে ব্যবহার করা যায়। তবে মূল সমস্যা এটি সংরক্ষণ করে রাখা। চলুন জেনে নিই ঘরোয়া পদ্ধতিতে জলপাই সংরক্ষণের কিছু পদ্ধতি-

আস্ত জলপাই সংরক্ষণ 

সবচেয়ে সহজ পদ্ধতি বলা যায় এটিকে। কোনও ঝুঁকি ছাড়াই আপনি এই পদ্ধতি অনুসরণ করতে পারবেন। প্রয়োজন শুধু জিপার ব্যাগ। সংরক্ষণের জন্য বড় জলপাই বেছে বোঁটা ছাড়িয়ে ধুয়ে নিন। পানি মুছে জিপার ব্যাগে রেখে দিন। খেয়াল রাখবেন যেন বাতাস না ঢুকে। ডিপ ফ্রিজে রাখলে এক বছর থাকবে অনায়াসে।

আরো পড়ুন : জলপাইয়ের উপকারিতা জানলে অবাক হবেন

লবণ-পানিতে সংরক্ষণ

এ পদ্ধতিতে কাঁচের বয়াম লাগবে। স্বচ্ছ একটি কাঁচের বয়ামে লবণ মেশান। মুখে দিয়ে দেখলে লবণের পরিমাণ পরিষ্কার হবে। ঠিকঠাক লবণ হলে ভালো ভালো জলপাই বেছে নিয়ে বয়ামে ডুবিয়ে দিন। ঢাকনা খুব শক্তভাবে লাগাতে হবে। পানি বদলে নিন ঘোলাটে হলে। এই জলপাই রান্নাতেও ব্যবহার করতে পারবেন।

সেদ্ধ করে

এভাবে এক বছর সংরক্ষণ করা যায়। প্রথমে কড়াইয়ে পানি ও ১ চা চামচ লবণ একসঙ্গে মিশিয়ে পানি ফুটিয়ে নিন। পানি ফুটে এলে জলপাই সামান্য ভাপ দিয়ে নিতে হবে। হালকা সেদ্ধ হলে ঠাণ্ডা করে জারে রেখে সংরক্ষণ করতে হবে। আবার সেদ্ধ জলপাই ব্লেন্ড করেও রাখা যায়। পরে চাইলে আচার বানিয়ে নিতে পারবেন।

এস/ আই. কে. জে/

টিপস জলপাই সংরক্ষন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন