রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দেশের চিকিৎসাবিজ্ঞানে গবেষণার খুব অভাব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি: সংগৃহীত

চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের চিকিৎসাবিজ্ঞানে গবেষণার খুব অভাব। হাতে গোনা মাত্র কয়েকজন গবেষণা করে থাকেন। কিন্তু বর্তমান যুগে গবেষণা কিন্তু একান্তভাবে অপরিহার্য। আর গবেষণার জন্য আমরা বিশেষ অনুদানও দেই।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড থেকেও গবেষণার জন্য আর্থিক সহায়তা পেতে পারেন। তাই আমি বলব যে, আপনারা দয়া করে একটু গবেষণার দিকে দৃষ্টি দেবেন।’

সোমবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে ঢাকা মেডিকেল কলেজের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরো পড়ুন:পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

তিনি বলেন, প্রতিনিয়ত যেমন আধুনিক প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে, সেই সঙ্গে বিভিন্ন রোগের প্রাদুর্ভাবও আমরা দেখছি। তবে আমি ধন্যবাদ জানাই, করোনাকালীন সময়ে স্বাস্থ্যসেবা খাতে সংশ্লিষ্টরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। সেই সঙ্গে সরকার এবং সব মন্ত্রণালয় করোনার সময় একজোটে কাজ করেছে। যার ফলে আমাদের দেশে করোনার প্রাদুর্ভাব হয়েছে কিন্তু মানুষ তেমন ক্ষতিগ্রস্ত হয়নি।

এম/


চিকিৎসাবিজ্ঞান গবেষণা প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন