দ্বিতীয় ইনিংসেও শান্তর শতক - ছবি: সংগৃহীত
শেষ পর্যন্ত ছুঁয়েই ফেললেন মুমিনুল হককে। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই শতকের কীর্তি গড়লেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এই ব্যাটার শতক করতে খেলেছেন ১১৫ বল।
মুমিনুল হক ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে দুই ইনিংসেই শতকের কীর্তি গড়েছিলেন। তারপর এই প্রথম কোনো টাইগার ব্যাটার এমন রেকর্ডে ভাগ বসালেন।
আরো পড়ুন: উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেন
তৃতীয় দিনে শান্ত-জাকিরের ব্যাটে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। তবে দিনের খেলা ঘণ্টা পেরোতেই রানআউটে ৭১ রানে কাটা পড়েন জাকির। তবে অপরপ্রান্তে নিজের ব্যাট চালিয়ে যান শান্ত। তুলে নেন টেস্ট ক্রিকেট নিজের চতুর্থ শতক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২০৮ রান। তারা লিড নিয়েছে ৪৪৪ রানের।
এম/