রবিবার, ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথম কোনো সিরীয় প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন সফর করবেন শারা *** মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন, নির্দোষ দাবি ইনুর *** কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের *** মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ ঢাকার *** সরকার ‘গোপন সমঝোতা’ করলে লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গ হতে পারে: গোলাম পরওয়ার *** জাকির নায়েকের সম্ভাব্য সফর নিয়ে দিল্লির বক্তব্যের জবাব দিলো ঢাকা *** প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা *** বঙ্গভবন থেকে মুজিবের ছবি নামানো ‘অন্যায়’ হয়েছে: সেলিম *** ভারতের ভেঙ্কটেশ্বর মন্দির যে কারণে আজ আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে *** আমরা মদিনার ইসলামের চর্চা করি, মওদুদীর ইসলামের অনুসারী নই: সালাহউদ্দিন

গণ অধিকার পরিষদ

নুরপন্থিদের কাউন্সিল আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

দলের দুই পক্ষের বিবাদের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে গণ অধিকার পরিষদের কাউন্সিল। সোমবার (১০ জুলাই) কাউন্সিল করছে একপক্ষ, যা সফল করতে প্রস্তুতি নিয়েছেন দলটির সদস্য সচিব নুরুল হক নুরের অনুসারীরা।

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই কাউন্সিল কার্যক্রম চলবে। এতে মোট ভোটার ২১৬ জন। এর মধ্যে কেন্দ্রীয় কমিটির ভোটার ১২৬ জন।


গত ২ জুলাই গণ অধিকার পরিষদের জাতীয় কাউন্সিল ও উচ্চতর পরিষদের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে চার সদস্যের নির্বাচন ব্যবস্থাপনা বোর্ড গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয় দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামকে। এছাড়া নির্বাচন কমিশনার করা হয় সহকারী আহ্বায়ক তৌফিক শাহরিয়ার, সহকারী আহ্বায়ক মাহবুব জনি এবং সদস্য তোফাজ্জল হোসেনকে। 

কাউন্সিলে সভাপতি পদে লড়ছেন চার প্রার্থী। তারা হলেন- নুরুল হক নুর, নাজমুল উস সাকিব, বায়েজিদ শাহেদ এবং জাফর মাহমুদ। সাধারণ সম্পাদক পদেও চার প্রার্থী লড়ছেন। তারা হলেন- রাশেদ খান, মাহফুজুর রহমান খান, বিপ্লব কুমার পোদ্দার এবং জিল্লু খান।

এছাড়ও, উচ্চতর পরিষদে আট জনের বিপরীতে লড়ছেন ১৮ জন।

আরো পড়ুন:ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ

এদিকে গণ অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক এবং ড. রেজা কিবরিয়ার অনুসারী ফারুক হাসান এই কাউন্সিলকে অবৈধ উল্লেখ করে বলেছেন, ‘এই কাউন্সিল গায়ের জোরে করা হচ্ছে।’

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250