সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে চীনা নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির আহ্বান আইজি-সিন্ধু’র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ৬ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সিন্ধু প্রদেশের পুলিশ মহাপরিদর্শক (আইজি) গোলাম নবী মেমন পাকিস্তানের বিভিন্ন প্রকল্প যেমন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) সহ সরকারি পৃষ্ঠপোষকতা বা ব্যক্তিগত উদ্যোগের ফলে চালিত বিভিন্ন প্রকল্পে নিয়োজিত চীনা নাগরিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির আহ্বান জানান।

করাচিতে কেন্দ্রীয় পুলিশ অফিসের এক বৈঠকে তিনি এ বিষয়ে কথা বলেন। তাছাড়া চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনাও তিনি প্রদান করেন। চীনা নাগরিকদের বাসস্থান এবং কর্মক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।

চীনাদের জন্য তিন স্তরের নিরাপত্তা মোতায়েনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

আরো পড়ুন: উইঘুর মুসলিমদের সমর্থনে বাংলাদেশে প্রতিবাদ সভা

বৈঠকে সিটিডি, করাচি, স্পেশাল ব্রাঞ্চ, অপারেশনের আইজি, সিন্ধু হেডকোয়ার্টারের ডিআইজিসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাছাড়া হায়দ্রাবাদ, এসবিএ, মিরপুর খাসের পুলিশ কর্মকর্তা, লারকানা এবং সুক্কুরের ডিআইজি এবং এসএসপি রা ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত ছিলেন। 

পূর্বে বহুবার চীনা নাগরিকদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। ফলে সম্প্রতি চীনা নাগরিকদের দ্বারা পরিচালিত বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। 

সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার মূল লক্ষ্য হয়ে উঠেছে চীনা প্রতিষ্ঠান ও নাগরিকেরা। এর ফলে চীন-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কও হুমকির মুখে। তাই নিজেদের স্বার্থ রক্ষায় চীনা নাগরিকদের নিরাপত্তা প্রদানের জন্য এগিয়ে এসেছে পাকিস্তান।

এ/এম

পাকিস্তান চীন নাগরিকদের নিরাপত্তা

খবরটি শেয়ার করুন