সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

‘পারস্পরিক আস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধ অর্জনই ভারতের লক্ষ্য’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ভারতের দিল্লিতে বি-২০ মিটিংয়ে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কোভিড মহামারীর সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চীনের অর্থনীতি। এ ব্যাপারটি লক্ষ্য রেখেই ভারতে বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক আস্থা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার কথা উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

রোববার (২৭ আগস্ট) ভারতের দিল্লিতে বি-২০ মিটিংয়ে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময়ে এমনটি মন্তব্য করেছেন।  

চীনের নাম উল্লেখ না করেই মোদী বলেন, মহামারী অনেক দেশেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক বড় বড় অর্থনীতি মহামারীর ফলে ক্ষতির সম্মুখীন হয়েছে। এতে করে প্রত্যেককে সাথে নিয়ে একসাথে চলতে পারলেই বিশ্বের উন্নতি নিশ্চিত।

সাম্প্রতিক বছরগুলোতে ভারত তাদের পণ্য উৎপাদন বাজারে বৈচিত্র্য আনার চেষ্টা করেছে, যার ফলে এদেশে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া ভারত চীনের উপর থেকে নির্ভরশীলতাও অনেকাংশে কমাতে চায়।

চীন যখন তার আত্মকেন্দ্রিকতার জন্য সারাবিশ্বে সমালোচিত হচ্ছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আত্মকেন্দ্রিক মনোভাব বিশ্বের জন্য কল্যাণ বয়ে আনে না। বিশ্বের মঙ্গলের জন্য সবাইকেই একত্রিত হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, সব স্টেকহোল্ডারদের স্বার্থের কথা মাথায় রেখেই আমাদের একটি বৈশ্বিক কাঠামো দরকার।  

মোদি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বব্যাপী, এআই নিয়ে অনেক উত্তেজনা রয়েছে। এআই এর যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমন অনেক নেতিবাচক দিকও রয়েছে। তবে মানব কল্যাণে এআই এর ব্যবহারের মাধ্যমেই উন্নয়ন সম্ভব।

উল্লেখ্য, বি-২০ সামিট হল জি-২০ গ্রুপের একটা অংশ। আন্তর্জাতিক ব্যবসায়ী কমিউনিটির সঙ্গে তাল মিলিয়ে এখানে কাজ হয়। বি-২০ সম্মেলনের মাধ্যমে ৫৪টি সুপারিশ ও ১৭২টি পলিসি তৈরি করা হয়েছে। এগুলি পাঠানো হচ্ছে জি-২০ সম্মেলনের জন্য।

এসকে/ 

চীন জি-২০ বি-২০ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন