বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

ইউরোপিয়ান ফুটবল

পিএসজিকে বিভেদ সৃষ্টিকারী ক্লাব বললেন কিলিয়ান এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

পিএসজির সঙ্গে নতুন করে কোনো চুক্তি করতে চান না এমবাপ্পে। ইতোমধ্যেই পিএসজিকে এই বিষয়ে চিঠি দিয়তেও অবগত করেছেন ফ্রান্সের অধিনায়ক। তবে বিপত্তিটা বেঁধেছে সেখানেই। এমবাপ্পে চুক্তি নবায়ন করতে না চাওয়ার পরই বেকে বসেছে পিএসজি। 

সম্প্রতি পিএসজির ওপর সেই ঘটনার জেরে ক্ষোভ প্রকাশ করেছেন এমবাপ্পে। ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজিকে বিভেদ সৃষ্টিকারী ক্লাব বলে উল্লেখ করেছেন এমবাপ্পে। গোলডটকমের এক প্রতিবেদনে জানা যায় এসব তথ্য। 

পিএসজিতে খেলেন বলে নিজেকে নিয়ে অনেক ‘গালগল্প’ ছড়ায় জানিয়ে এমবাপ্পে বলেন, আমি মনে করি, পিএসজিতে খেলে আমার তেমন একটা লাভ হচ্ছে না। কারণ এটা একটা বিভেদ সৃষ্টিকারী দল, বিভেদ সৃষ্টিকারী ক্লাব। সুতরাং এখানে অনেক বেশি গল্প ছড়াবে। এটা আমাকে বিরক্ত করে না।

এমবাপ্পে বলেন, পিএসজিতে খেলে তার তেমন লাভ হচ্ছে না। এজন্য জাতীয় দলে তিনি যেমন ধীরে ধীরে বেড়ে উঠেছেন, পিএসজি ‘তে তেমনটি হয়নি। 

এমবাপ্পে আরও বলেন, ভক্তরা আমার পারফরম্যান্স খাটো করে দেখে কিনা? হ্যাঁ, করে। কিন্তু এটাতে আমি তাদের দোষ দেই না। প্যারিসে তারা আমাকে প্রতিদিন দেখে, হয় জাতীয় দলে নয়তো পিএসজির হয়ে প্রতি সপ্তাহে। গেল বছরগুলোতে আমি অনেক গোল করেছি। এখানকার ফুটবল ভক্তদের জন্য বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখারই কথা।

আরো পড়ুন:টিভিতে দেখুন আজকের খেলা (৯ জুলাই ২০২৩)

ফরাসি অধিনায়ক আরও বলেন, আমি এখনও তরুণ এবং আমারও অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। মেসি-রোনালদো যা করেছেন, অন্য কিংবদন্তিরা যা করেছেন সেটাকে আমিও একসময় স্বাভাবিক হিসেবে দেখেছি। এটা ভোক্তা সমাজ। এখানে ‘ভালো হচ্ছে, তবে আরও ভালো করতে হবে।’ এমনটা বলা হয়।

এম/


পিএসজি কিলিয়ান এমবাপ্পে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন