রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পিএসজির মালিকসহ সতীর্থরাও চটেছেন এমবাপ্পের মন্তব্যে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

এমবাপ্পে ক্লাব ছাড়তে চাওয়ার পর থেকেই শুরু যত ঝামেলার। পিএসজির সঙ্গে তারপর থেকেই যেন আদায়-কাঁচকলায় সম্পর্ক হয়ে গেছে এমবাপ্পের। দুই পক্ষের বিরোধ নতুন মাত্রা পেয়েছে পিএসজিকে নিয়ে করা এমবাপ্পের বিরূপ মন্তব্যের পর। এমবাপ্পের বক্তব্যে চটে গেছেন পিএসজির মালিকপক্ষ থেকে শুরু করে অন্যান্য ফুটবলাররা। 

সম্প্রতি ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজিকে বিভেদসৃষ্টিকারী ক্লাব বলে উল্লেখ করেছেন এমবাপ্পে। এছাড়াও তিনি নিজে পিএসজিতে খেলে কোন লাভই পাচ্ছেন না বলেও জানান ফ্রান্সের অধিনায়ক। এই কথার পরই এমবাপ্পের ওপর ক্ষোভ তৈরি হয় পিএসজি কর্তৃপক্ষের ও এমবাপ্পের সতীর্থদের। 

এমবাপ্পের ওপর ক্ষোভ থেকে ক্লাবের মালিক নাসের-আল-খেলাইফির সঙ্গে দেখাও করছেন ক্লাবের কিছু খেলোয়াড়। ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানানো হয়, পিএসজিতে নতুন যোগ দেওয়া দুজনসহ মোট ছয় ফুটবলার ক্লাবের সভাপতি খেলাইফির সঙ্গে দেখা করেছেন। এমবাপ্পের মন্তব্যকে তারা যে ভাওভাবে নেয়নি সেটিও বুঝিয়েছেন খেলাইফিকে।    

এমবাপ্পের এমন বেফাঁস মন্তব্য ক্লাবের প্রতি অপমান করা হয়েছে বলে জানিয়েছেন তার ক্লাব সতীর্থরা। এদিকে, এমবাপ্পের ম্নতব্যে ফুঁসছেন পিএসজির কাতারি মালিক খেলাইফি। এমবাপ্পের মন্তব্যকে  ‘পিএসজি স্কোয়াডের সব সদস্যদের প্রতি শ্রদ্ধার অভাব’ হিসেবেই দেখছেন এই ধনকুবের। 

পিএসজিতে থাকতে চান কিনা এমন চুড়ান্ত সিদ্ধান্ত জানাতে খেলাইফি সময় বেঁধে দিয়েছেন এমবাপ্পেকে। খেলাইফি জানান, যদি এমবাপ্পে থাকতে চায় তাহলে আমরাও তাকে রাখব। কিন্তু তাকে নতুন চুক্তি করতে হবে। অবশ্যই আগামী ১-২ সপ্তাহের মধ্যে তাকে এই সিদ্ধান্ত নিতে হবে। যদি সে নতুন চুক্তি না করতে চায়, তাহলে তার জন্য দরজা খোলা আছে। এমবাপ্পে আমাদের কথা দিয়েছে সে কখনো ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়বে না। আমরাও ফ্রিতে এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলারকে ছাড়ব না। এটা অসম্ভব।

আরো পড়ুন: ভালো ক্রিকেট খেললে ভালো ফল পাব :জ্যোতি

এদিকে এতোসব বিতর্কের মাঝেও এমবাপ্পেকে দলে ভেড়াতে অনেকদূর এগিয়ে গেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেও নাকি পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, ২০০ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে পাঁচ বছরের চু্ক্তিতে মাদ্রিদেই যোগ দিতে যাচ্ছেন এমবাপ্পে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন