মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১ *** ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম *** পাইলট খালি মাঠে বিমানটি নামানোর চেষ্টা করেছিলেন: বিমানবাহিনীর প্রধান

পেঁয়াজ-কফিতে বাড়বে চুলের ঘনত্ব

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

মাথাভর্তি চুল থাকবে এমনটাই কামনা করেন সবাই। কিন্তু স্ট্রেসফুল জীবনের সবচেয়ে বড় প্রভাব পড়ে চুলেই। চুলপড়া সমস্যায় ভুগছেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। 

আগেরকার দিনে দাদী-নানীরা বলতেন চুলের গোড়ায় তেল দিতে। এতে নাকি চুলের ঘনত্ব বাড়বে। অনেকেই চুলপড়া সমস্যায় ভরসা রাখেন পেঁয়াজের রসে। আয়ুর্বেদ মতেও চুল গজাতে উপকারি ভূমিকা রাখে এই উপাদানটি। তবে তার সঙ্গে মেশাতে হবে আরও একটি উপাদান- 

চুলের যত্নে পেঁয়াজ 

চুলের জন্য সুপার ফুড পেঁয়াজ। এতে আছে সালফার, মিনারেলসহ আরও অনেক উপকারি উপাদান। চুলের ফলিকলসকে পুষ্টি যুগিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রস। এছাড়া পেঁয়াজে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান খুশকি তাড়াতেও কার্যকরী। প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্টের উৎস পেঁয়াজের রস। চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রাও কমায় এটি। ফলে চুল পাকার সমস্যাও হয় নির্মূল।

আরো পড়ুন : ছেলেদের চুলের গ্রোথে কার্যকারী এই ৫ টিপস

কফির গুণে তরতাজা চুল

শরীর তরতাজা করে তোলে কফি। একইভাবে চুলের জন্যও এটি বেশ উপকারি। এটি চুলের জেল্লা বাড়ায়। খুশকি তাড়াতেও এর ভূমিকা রয়েছে। কফিতে থাকা ক্যাফেইন ও অ্যান্টি-অক্সিডেন্ট নিমিষেই চুলের হারানো জেল্লা ফেরাতে পারে। একই এটি নতুন চুল গজাতেও কার্যকরী ভূমিকা রাখে। 

কীভাবে এই সলিউশন তৈরি করবেন?

চুলের ঘনত্ব অনুযায়ী পেঁয়াজ নিন। পেঁয়াজের রস বের করুন। এর সঙ্গে মেশান এক প্যাকেট কফি। দুটি উপাদান ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চুল গজানোর ম্যাজিক সলিউশন।

কীভাবে ব্যবহার করবেন? 

চুলের গোড়ায় ভালো করে এই মিশ্রণ লাগিয়ে নিন। ভালোভাবে ম্যাসাজ করুন। এতেই কাজ হবে। এক ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুইবার এই প্যাক ব্যবহার করুন। কয়েক সপ্তাহেই দেখতে পাবেন পরিবর্তন। 

এস/ আই.কে.জে/

চুলের যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন