শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান

বাংলাদেশে আসা বিশ্বকাপ ট্রফি নকল!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিশ্বকাপের আসল ট্রফি পাঠানো হয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই জায়গা করে নিয়েছে আলাপ আলোচনা। কারণ পদ্মাসেতু এবং বাংলাদেশ ঘুরে গিয়েছে যে ট্রফি, ভারতে তাজমহলের সামনে সেই একই ট্রফি দেখা যায়নি।  

বিষয়টি শুধু সাধারণ দর্শকদের মধ্যেই না, জায়গা করে নিয়েছে গণমাধ্যমেও। কিন্তু আসল ট্রফি কোনটি তা নিয়ে তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য। অনেকের মতে বাংলাদেশে আসেনি আসল বিশ্বকাপ শিরোপা। 

বিতর্কের উৎস বিশ্বকাপের মূল ভিত্তির অংশে থাকা শিল্ড থেকে। বাংলাদেশে আসা ট্রফিতে একটিমাত্র শিল্ড দেখা গেলেও তাজমহলের সামনে রাখা ট্রফিতে ছিল একাধিক শিল্ড। মূলত এই শিল্ডে বিশ্বকাপ জয় করা দলের নাম খোঁদাই করে রাখা হয়। এখন প্রশ্ন, এই দুই ট্রফির মাঝে কোনটি আসল আর কোনটিই বা নকল। 

উত্তর হলো, ভারতে তাজমহলের সামনে থাকা ট্রফিই মূল বিশ্বকাপ ট্রফি। যেখানে বিশ্বকাপের সব জয়ী দলের নাম উল্লেখ করা হয়েছে। আর বাংলাদেশে এসেছিল বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি। যদিও এই ট্রফিই বিশ্বকাপজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। ২০১১ সালে ভারত বিশ্বকাপ জেতার পরেও এই নিয়ে বিতর্ক শুরু হয়। সেবার মহেন্দ্র সিং ধোনির হাতে তুলে দেওয়া শিরোপায় ছিল একটিমাত্র শিল্ড। এমনকি ২০১৯ সালে বিশ্বকাপেও ইয়ন মর্গ্যানের হাতে দেখা গিয়েছে এক শিল্ডের বিশ্বকাপ। 

আর.এইচ

বিশ্বকাপ ট্রফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250