মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিপন্থি আইনজীবীদের কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

সুপ্রিম কোর্ট চত্বরের বাইরে বিএনপিপন্থী আইনজীবীদের কালো পতাকা মিছিল। ছবি: সংগৃহিত

সুপ্রিম কোর্টসহ সব আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল সমাবেশ না করার ব্যাপারে আপিল বিভাগের নির্দেশের পর সুপ্রিম কোর্ট চত্বরের বাইরে কালো পতাকা মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।

বুধবার (৩০ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্ট বার ভবনের প্রবেশমুখে বিএনপিপন্থি আইনজীবীরা সমবেত হন। পরে তারা কালো পতাকা হাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বাইরে হাইকোর্টের মাজার গেট থেকে মিছিল শুরু করেন। তবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তারা কোনো ধরনের শ্লোগান দেননি।

এসময় কালো পতাকা মিছিলে নেতৃত্ব দেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল প্রমুখ। 

এম.এস.এইচ/ 

সুপ্রিম কোর্ট আদালত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন