শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে *** চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

বিদেশিদের সাথে ষড়যন্ত্রের অভিযোগে হংকংয়ে আটক ৫

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

গণতন্ত্রবিরোধী কার্যকলাপ এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে নষ্ট করার চেষ্টার অভিযোগে পাঁচজন ব্যক্তিকে গ্রেফতার করেছে হংকং পুলিশ।

বিদেশিদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য কোম্পানি, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইল ব্যবহার করার অভিযোগে চারজনকে গ্রেফতার করার একদিন পর পঞ্চম ব্যক্তিকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ।

পঞ্চম ব্যক্তি বাকি চারজনের সাথে সংযুক্ত বলেই ধারণা করা হচ্ছে৷ এখনও পর্যন্ত এদের পরিচয় পাওয়া যায় নি।

তবে বিভিন্ন গণমাধ্যম গ্রেফতার হওয়া পঞ্চম ব্যক্তিকে চু ইয়ান-হো বলে চিহ্নিত করে৷ তিনি ব্রিটিশ নাথান ল দ্বারা সহ প্রতিষ্ঠিত অধুনালুপ্ত গণতন্ত্রপন্থী পার্টি ডেমোসিস্টোর প্রাক্তন সদস্য ছিলেন। এমনকি বাকি চারজনও ডেমোসিস্টোরই সদস্য ছিলেন বলে জানা যায়।

চীন আরোপিত জাতীয় নিরাপত্তা আইনের অধীনে আটজন কর্মীর বিরুদ্ধে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তাদের গ্রেফতারে সহযোগিতার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়।

এ আটজন বিদেশির গ্রেফতারি পরোয়ানা পশ্চিমা বিশ্বের কাছে চীনকে আবারও সমালোচিত করে। তবে হংকংয়ের নেতা জন লি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যে বসবাসরত এ আটজনকে গ্রেফতার করা সম্ভব না হলেও আজীবন এদের উপর নজরদারি রাখা হবে।

ইতিমধ্যে জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষ ২৬০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে, যার মধ্যে শহরের অনেক গণতন্ত্রপন্থী কর্মী রয়েছে।

আরো পড়ুন: অস্ট্রিয়ায় চীনা দূতাবাসের সামনে উইঘুরদের বিক্ষোভ

বৃহস্পতিবার পুলিশের বিবৃতিতে বলা হয় যে সদ্য গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে বিদেশিদের সাথে ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহীতার দায়ে গ্রেফতার করা হয়েছে। 

অনেক বিশিষ্ট তরুণ কর্মীই ডেমোসিস্টোর সদস্য ছিলেন, যার নেতৃত্বে ছিলেন আইনের প্রাক্তন ছাত্র নেতা জোশুয়া ওং। তবে নিরাপত্তা আইন প্রণীত হলে ২০২০ সালের ৩০ জুন এ পার্টি ভেঙ্গে দেওয়া হয়।

এএমপি/

বিদেশি ষড়যন্ত্র পুলিশ অভিযোগ জাতীয় নিরাপত্তা হংকং গ্রেফতার রাষ্ট্রদ্রোহীতা চীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250