শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ পেলেন ৫০ ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ পেলেন সংযুক্ত আরব আমিরাতের ৫০ জন নিম্ন আয়ের মানুষ। তাদের সব ব্যয় বহন করছে দেশটির একটি স্বেচ্ছাসেবী সংগঠন। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন মতে, স্বেচ্ছাসেবী সংগঠনটি ৫০ জন ব্যক্তির জন্য ১০ দিনের একটি ট্রিপের আয়োজন করছে। এর মধ্যে ৫ দিন পবিত্র মক্কা নগরী, ৩ দিন পবিত্র মদিনা আর বাকি ২ দিন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন তারা।

যে ৫০ জন বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন, তাদের একজন হলেন মোহাম্মদ। ৬২ বছর এই প্রবীণের বহুদিনের ইচ্ছে, তিনি ওমরাহ করতে যাবেন। কিন্তু সাধ থাকলেও সাধ্য নেই। কারণ তার মাসিক আয় ২ হাজার দিরহামেরও কম।

ওমরাহ পালনের জন্য টাকা জমানো দূরে থাক, এই অর্থ পরিবারের প্রয়োজন মেটাতেই হিমশিম খেতে হয় মোহাম্নদকে। তবে চলতি বছর তার বহুদিনের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। একটি দুবাইভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় আরও ৪৯ জনের সঙ্গে সেপ্টেম্বর মাসেই ওমরাহ করতে যাচ্ছেন মোহাম্মদ।

এ ব্যাপারে স্বেচ্ছাসেবী সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা আবদুল কাদের জানান, নাম প্রকাশে অনিচ্ছুক এক দয়ালু ব্যক্তি ৫০ জন ব্যক্তির ওমরাহ’র পুরো ব্যয় বহন করছেন। তিনি আরও জানান, বিনা খরচে ওমরাহ পালনের জন্য তিনটি শর্ত রয়েছে। প্রথমত, বয়স অবশ্যই ৪০ বছর হতে হবে। দ্বিতীয়ত, মাসিক বেতন ২ হাজার দিরহামের কম হবে। তৃতীয়ত, সঠিক কাগজপত্র থাকতে হবে।

আরো পড়ুন: মশা ও অন্যান্য ক্ষতিকর কীট-পতঙ্গ থেকে বাঁচার দোয়া

 আবদুল কাদের জানান, তিনি ও আবদুল রাজাক নামে তার এক সহযোগী বিনা খরচে ওমরাহ’র জন্য জমা পড়া আবেদনপত্রগুলোর প্রত্যেকটা পৃথক পৃথকভাবে যাচাই-বাছাই করে ৫০ জন উপযুক্ত ব্যক্তি পেয়েছেন। বিমানের টিকিট থেকে শুরু করে পানির বোতল পর্যন্ত ওমরাহযাত্রীদের যা কিছু দরকার সব খরচ সংগঠন বহন করবে।

আবদুল রাজাক বলেন, যারা ওমরাহ করতে যাচ্ছেন, তাদের কোনো একটা টাকাও দিতে হবে না। তবে তারা যদি নিজেদের জন্য অন্য কোনো জিনিস ক্রয় করতে চান, তাহলে নিজেদের অর্থ দিয়ে কিনতে পারেন। তিনি আরও বলেন, ‘খাবার, থাকার ব্যবস্থা ও পরিবহন খরচ সব সংগঠনের। এমনকি হালকা খাবার ও পানিও প্রস্তুত থাকবে তাদের জন্য।’  

এম/


ওমরাহ আরব আমিরাত পবিত্র মক্কা নগরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250