রবিবার, ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর ছবিতে ঈদ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩

#

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুশিল্পী মাহতালাতা করিম অবনীর আঁকা ছবিতে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা কার্ড প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিশেষায়িত প্রতিষ্ঠান প্রধানদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।


প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো ঈদ কার্ডের এবারের ছবি এঁকেছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুশিল্পী মাহতালাতা করিম অবনী।

২০০৯ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধারা অব্যাহত রেখেছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রধানমন্ত্রীর ঈদকার্ডে যাদের ছবি ব্যবহার হচ্ছে সে সব শিশুদের প্রত্যেককে শুভেচ্ছা ফি বাবদ ১ লাখ টাকা করে দেয়া হয়।

আরো পড়ুন: পায়রায় বিদ্যুৎ উৎপাদন শুরু

ঈদকার্ডের পাশাপাশি নববর্ষেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ছবি ব্যবহার করে শুভেচ্ছা জানিয়ে আসছেন প্রধানমন্ত্রী। এসব ছবি সংগ্রহ করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে।

এম/


প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন